ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হিউজেসকে জয় উৎসর্গ হিউইটের

সেরেনার কাছে হার ইভানোভিচের

প্রকাশিত: ০৫:৪৮, ৫ ডিসেম্বর ২০১৪

সেরেনার কাছে হার ইভানোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ সার্বিয়ার আনা ইভানোভিচের সঙ্গে সেরেনা উইলিয়ামসের দ্বৈরথ বেশ পুরনো। তা দেখা গেল প্রথমবারের মতো শুরু আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগেও। তবে এখানেও নিজের আধিপত্য ধরে রেখেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। বুধবার আমেরিকান এই টেনিস তারকা ৬-৪ গেমে পরাজিত করেন সার্বিয়ার আনা ইভানোভিচকে। আর এই জয়ের ফলে খুবই আনন্দিত সেরেনা উইলিয়ামস। এদিন সিঙ্গাপুরের জন্য ছিল শেষদিন। আর শেষ দিনেও নিজেকে দারুণভাবে ঝালিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৪ সালের শুরুটা তেমন ভাল না হলেও শেষ দিকে এসে দারুণভাবে জ্বলে উঠেন সেরেনা উইলিয়ামস। শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন ছাড়াও বেশ কিছু ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলে নেন তিনি। আর তাতেই টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়। সেরেনা উইলিয়ামসকে টপকিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করার সুযোগ ছিল মারিয়া শারাপোভার। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি রাশিয়ান গ্ল্যামারগার্ল। আর এই মৌসুমে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পাননি আনা ইভানোভিচ। তারপরও সারাবছরই আলোচনায় ছিলেন তিনি। মৌসুমটা শেষ করেছেন টেনিস র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থেকে। তবে নতুন মৌসুমে নতুন করে গর্জে উঠতে চান আনা ইভানোভিচ। আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগে তিনি খেলছেন ইন্ডিয়ান এ্যাশেসের হয়ে। আর তার দলও খেলছে দুর্দান্ত। বুধবার এই ইভেন্টের ম্যানিলা অধ্যায় সম্পন্ন হয়েছে। আর এই দলেই খেলবেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার, গায়েল মনফিলসহ কিংবদন্তি পিট সাম্প্রাসও। এই দল এখন পর্যন্ত আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগের শীর্ষে অবস্থান করছে। এখন পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান তাদের। ইন্ডিয়ান এ্যাশেসের পরে রয়েছে যথাক্রমে ইউএই রয়্যালস ও ম্যানিলা মাভেরিক্স। দুই দলেরই সংগ্রহ যৌথভাবে ১১ পয়েন্ট। আর ছয় পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে সিঙ্গাপুর সø্যামারর্স। বুধবার টুর্নামেন্টের ডাবলসে জয়ের দেখা পেয়েছেন লেইটন হিউটন। এদিন হিউটন এবং সঙ্গী কারজিওস দ্বৈতে পরাজিত করেন বোপান্না এবং মনফিলসকে। এই জয় ৩৩ বছর বয়সী লেইটন হিউটন উৎসর্গ করেছেন গত সপ্তাহেই অকালে প্রাণ হারানো অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজেসকে। এ বিষয়ে লেইটন হিউটন বলেন, ‘কতই না কঠোর পরিস্থিতির মাধ্যমে দিন পার করছে হিউজেসের পরিবার, তার বান্ধুরা এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আমি মনে করি এই মুহূর্তে খুব কঠোর জীবনযাপন পার করছে তারা। তবে এটা গোটা অস্ট্রেলিয়ার জন্যই দুঃসংবাদ। এটা যে কেবল শুধুই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত মানুষগুলোর জন্য তা নয় বরং পুরো জাতির জন্যই দুঃখের দিন।’ গত সপ্তাহেই শন এ্যাবোটের বলে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান ক্রিকেটার ফিলিপ হিউজেস। বুধবার ছিল তার শেষ কৃত্য অনুষ্ঠান। আর ফিলিপের শেষ কৃত্য অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে দেখেছেন বলেও মন্তব্য করেছেন লেইটন হিউইট। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমি টিভি সেটের সামনে বসা ছিলাম এবং তার পুরো শেষ কৃত্য অনুষ্ঠানটাই দেখেছি। আমার দেখা এটাই ছিল সবচেয়ে কঠিন বিষয়।’ আনা ইভানোভিচের পরিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করে। যে কারণে সেই প্রভাব পড়েছে ইভানোভিচের হৃদয়েও। ফিলিপ হিউজেসের মৃত্যুটা যে মর্মান্তিক তাও স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা আনা ইভানোভিচ বলেন, ‘এটা দেখাটা সত্যিই বেশ কঠিন ছিল। এটা আপনাকে অনেকভাবেই ভাবিয়ে তুলে।’
×