ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৪:২৭, ৪ ডিসেম্বর ২০১৪

পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাইয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ আজ। মরুর দেশের তাপমাত্রা ও দর্শক উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে খেলার সিডিউল ঠিক করা হয়েছে স্থানীয় সময় রাত আটটা তথা বাংলাদেমের রাত দশটায়! পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন তুখোড় তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের বিশ্রামে অতিথি কিউদের গুরুভার বইবেন তরুণ কেন উইলিয়ামসন। সিরিজটি সদ্য অকালপ্রয়াত অস্ট্রেলিয়া ক্রিকেটার ফিলিপ হিউজেসকে উৎসর্গ করবে দু’দল। এমনিতে পাকিস্তান ফেবারিট। কিন্তু টেস্ট সিরিজে নিউজিল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে উইলিয়ামসনদেরও হিসাবের বাইরে রাখার উপায় নেই। পাক সেনাপতি আফ্রিদি যেমন বলেন, ‘স্বল্পদৈর্ঘের লড়াইয়ে নিউজিল্যান্ড ভয়ঙ্কর দল। ওদের হাল্কাভাবে নেয়ার বা ছোট করে দেখার সুযোগ নেই। তিন টেস্টের সিরিজে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। দ্বিতীয়টি ড্র করে এবং শেষটিতে মিসবাহ-উল হকদের উড়িয়ে দেয় ম্যাককুলাম বাহিনী! যা বাড়তি উদ্দীপনা যোগাবে কিউদের। কেন উইলিয়ামসন বলেন, ‘দেশের হয়ে নেতৃত্ব দেয়া সবসময়ই মর্যাদার, সেটি যে ফরমেটেই হোক। বিশ্বকাপ সামনে রেখে সবার ফোকাস এখন ওয়ানডের দিকে, তার আগে টি২০তে ভাল করতে চাই।’ ২০০৭ থেকে এ পর্যন্ত দু’দল মোট ৯ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে। পাকিদের ৬ জয়ের বিপরীতে কিউইদের সাফল্য ৩টিতে। তাছাড়া শক্তি বেড়েছে আফ্রিদিদের। নিষেধাজ্ঞার কারণে সাইদ আজমল না থাকলেও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টি২০ ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক ৮০ উইকেট শিকারি উমর গুল। আছেন ৭৮ উইকেট নেয়া স্পিনার আফ্রিদি নিজে। ফিরেছেন বর্তমান বিশ্বের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান (৭ ফুট ১ ইঞ্চি), অতিস্বল্পদৈর্ঘীয় ক্রিকটে দৃশ্যপট বদলে দেয়ার মতো একঝাক তারকা ক্রিকেটার রয়েছে দলে। গুল ছাড়া ফিরেছেন সরফরাজ আহমেদ। আছেন উমর আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজ। সুতরাং নিশ্চিত ফেবারিট হিসেবে শুরু করবে আফ্রিদি বাহিনী। বিশ্বকাপের প্রস্তুতিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা! পাকিস্তান-নিউজিল্যান্ড সর্বশেষ টি২০তে মুখোমুখি হয় ২০১২ বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ১৭৭ রান তুলে পাকিস্তান জিতেছিল ১৩ রানে। পাকিদের চ্যালেঞ্জ জানানোর মতো একাধিক পারফর্মার রয়েছে কিউই শিবিরে। ব্যাট হাতে অধিনায়ক কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর পরীক্ষিত। অলরাউন্ড পজিশনে কোরি এ্যান্ডারসনের সঙ্গে থাকতে পারেন অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টোরি। পেস বোলিংয়ে আলোচিত মুখ এ্যাডাম মিলনে ও মিচেল ম্যাকক্লেনঘান।
×