ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রুনিকে নিয়ে চিন্তার কারণ নেই!

প্রকাশিত: ০৪:২৩, ৪ ডিসেম্বর ২০১৪

রুনিকে নিয়ে চিন্তার কারণ নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শুরুর ধাক্কা যেন ক্রমেই কাটিয়ে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম ১৪ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে তারা। তাই কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ কোচ লুইস ভ্যান গাল। গত শনিবার নিজেদের মাঠে হালসিটির মুখোমুখি হয়েছিল রেড ডেভিলরা। সেই ম্যাচে সফরকারীদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস ভ্যান গালের দল। তবে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন ইউনাইটেডের ইংলিশ তারকা ফুটবলার ওয়েন রুনি। যদিওবা তার চোট তেমন গুরুতর নয় বলে জানিয়ে দিয়েছেন কোচ লুইস ভ্যান গাল। মঙ্গলবার প্রিমিয়ার লীগে স্টোক সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে সিটির বিপক্ষে কর্ষ্টাজিত (২-১) জয় পেয়েছে প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটি। আর স্টোক সিটির বিপক্ষে ম্যাচের শেষেই সংবাদ সম্মেলনে লুইস ভ্যান গাল নিশ্চিত করেন যে ওয়েন রুনির চোট ততটা গুরুতর নয়। এ বিষয়ে সাবেক হল্যান্ডের এই কোচ বলেন, ‘আমার মতে ওয়েন রুনির চোট ততটা গুরুতর নয়। কিন্তু আমি তো আর ডাক্তার নই। তাই আমাদের স্কেনের জন্য অপেক্ষা করতে হবে। তারপরই আমরা বিস্তারিত জানতে পারব। তবে আমি আশা করি চোট তেমন গুরুতর কিছু নয়।’ হাল সিটির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ওয়েন রুনি। বুধবার ওয়েন রুনির স্ক্যান হওয়ার কথা। ইংলিশ প্রিমিয়ার লীগে আগামী সোমবার আবারও খেলতে নামবে ম্যানচেনস্টার ইউনাইটেড। এবার তাদের প্রতিপক্ষ সাউদাম্পটন। আর সেই ম্যাচে কী খেলতে পারবেন রুনি? এ বিষয়ে ভ্যান গাল বলেন, ‘আমি মনে করি না সে সেই ম্যাচে খেলতে পারবে।’ ওয়েন রুনির পাশাপাশি সাউদাম্পটনের বিপক্ষে দলে পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়াকেও। এ বিষয়টি প্রায় নিশ্চিতই করে দিয়েছেন তিনি। এ বিষয়ে ভ্যান গাল বলেন, ‘ডি মারিয়ার চোটও তেমন মারাত্মক কিছু না। তারপরও সে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না।’ কিংবদন্তি কোচ স্যার এ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই ধুঁকছে ইউনাইটেড। প্রিমিয়ার লীগের সেরা তিন তো দূরের কথা গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতাও হারিয়ে ফেলে দলটি। চলতি মৌসুমের শুরুতেও যেন সে রকম পারফর্মেন্সেরই আভাস দিচ্ছিল রুনি-পার্সিরা। তবে ভ্যান গালের অধীনে বর্তমান ইউনাইটেড যেন স্বরূপে ফেরারই ইঙ্গিত দিচ্ছে।
×