ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, সিরাজগঞ্জে দুই নার্স গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৮, ৩ ডিসেম্বর ২০১৪

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, সিরাজগঞ্জে দুই নার্স গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কাজীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা ও সেবাদানে অবহেলায় আনোয়ারা নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের কর্তব্যরত ২ নার্সকে পুলিশ মঙ্গলবার ভোরে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। উপজেলার খাসরাজবাড়ি চরের আনোয়ারা বেগম নামের এই রোগী ৩০ নবেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হয়। কিন্তু চিকিৎসক ও নার্সদের অবহেরায় সন্ধ্যায় রোগীর মৃত্যু হয়। রোগীর স্বামী শাহার উদ্দিন এ ঘটনার বিচার চেয়ে নিজেই বাদী হয়ে কাজীপুর থানায় মামলা দায়ের করেন। মামলার কারণে পুলিশ সিনিয়র স্টাফ নার্স মুকুল আকতার ও সেলিমা খাতুনকে গ্রেফতার করেছে। কাজীপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুল জলিল জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার খাসরাজবাড়ি গ্রামের শাহার আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০) গত ৩০ নবেম্বর সকাল ১২টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা অবহেলার কারণে আনোয়ারা খাতুন সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। এমন অভিযোগে থানায় মামলা হলে প্রাথমিক তদন্তে সতত্যা পাওয়া যায়। মামলাটি রেকর্ড হবার পর সিনিয়র স্টাফ নার্স মুকুল আকতার ও সেলিমা বেগমকে গ্রেফতার করা হয়। সিভিল সার্জন মোঃ শামসুদ্দিন জানান, এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যেই সোমবার তাদের দু’জনকে শাস্তিস্বরূপ অন্যত্র বদলি করা হয়েছে।
×