ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাপানের বাজারে পোশাক শিল্পের বিপুল সম্ভাবনা

প্রকাশিত: ০৫:৪৬, ২ ডিসেম্বর ২০১৪

জাপানের বাজারে পোশাক শিল্পের বিপুল সম্ভাবনা

অর্থনৈতিক রিপোর্টার॥ জাপানের পোশাক বাজারে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদো সিমা। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জাপানে পোশাকের বাজার অনেক বড়। আর বাংলাদেশ বিশ্বে পোশাক শিল্পের বাজারে দ্বিতীয় রফতানিকারক দেশ। তবুও জাপানের বাজারে বাংলাদেশের পোশাক খুবই সামান্য। বাংলাদেশের উদ্যোক্তারা যদি জাপানের পোশাক শিল্পের দিকে নজর দেয় তাহলে বড় বাজার ধরতে পারবে। এ ব্যাপারে জাপান সরকার থেকে যতো ধরনের সহায়তা দেয়া সম্ভব তা বাংলাদেশকে দেয়া হবে বলেও আশ্বস্ত করেন জাপানী রাষ্ট্রদূত। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, বাংলাদেশ পুরো বছর যে রফতানি করে তার ৭৫ শতাংশই যায় ইউরোপ ও আমেরিকার বাজারে। অন্যদিকে বাংলাদেশে আমদানির ৫৫ শতাংশই আসে এশিয়ান অঞ্চল থেকে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
×