ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয় দিয়ে শুরু সেরেনার

প্রকাশিত: ০৫:১১, ২ ডিসেম্বর ২০১৪

জয় দিয়ে শুরু সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগে অভিষেক ঘটল সেরেনা উইলিয়ামসের। রবিবার নিজের প্রথম মাচে আমেরিকান এই টেনিস তারকা হারিয়েছেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। গত অক্টোবরে ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জেতেন সেরেনা উইলিয়ামস। এরপর কিছুদিন বিশ্রামে থাকা আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি রবিবারই পথম কোর্টে নামেন। আর নেমেই স্বরূপে ফেরেন তিনি। আর টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগে নিজের প্রথম ম্যাচে ৬-৩ গেমে উড়িয়ে দেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল ছিল সেরেনা উইলিয়ামসের। কিন্তু তার পরও জয়ের পর দারুণ উচ্ছ্বাসিত এই আমেরিকান। ম্যাচ জয়ের পর সেরেনা উইলিয়ামস বলেন, ‘ম্যাচে দারুণ মজা হয়েছে। সে খুবই ভাল খেলেছে। এমনকি উপস্থিত দর্শকদেরও ক্রিস্টেন ফ্লিপকেন্স অনেক আনন্দ দিতে সক্ষম হয়েছেন। চলতি মৌসুমের প্রথমদিকটা খুব বেশি ভাল কাটেনি সেরেনার। তবে শেষ দিকে ঠিকই জ্বলে ওঠেন তিনি। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালে দীর্ঘদিনের বান্ধবী ক্যারোলিন ওজনিয়াকিকে পরাজিত করেন তিনি। সেই সঙ্গে গড়েন মহিলা এককে আঠারোতম গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক। এরপর গত অক্টোবরের ২৬ তারিখ মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা জেতেন তিনি। এই শিরোপা জয়ের পর টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেন তিনি। দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগে খেলতে নামেন সেরেনা উইলিয়ামস। বিরতির পর কোর্টে ফিরতে কিছুটা কষ্টসাধ্যই ছিল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের মুখেই স্বীকার করেছেন তা। এ বিষয়ে সেরেনা উইলিয়ামস বলেন, ‘হ্যাঁ, প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে কিছু ম্যাচ খেলার পর আবারও তা স্বাভাবিক হয়ে গেছে। টেনিস বিশ্বে প্রথমবারের মতোই আয়োজন হচ্ছে আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগের এই আসর। যা অনেক ক্রিড়ামোদীর মনকেই আকর্ষণ করেছে। এর কারণ টেনিস বিশ্বে যে ক’জন সেরা সেরা তারকা রয়েছেন। তাদের অনেকেই খেলছেন এখানে। মহিলা এককে সেরেনা উইলিয়ামস যেমন মন জয় করেছেন আয়োজকদের। টুর্নামেন্ট শুরুর আগেও তা স্বীকার করেছেন কর্তৃপক্ষ। শুধুই কী সেরেনা উইলিয়ামস? টেনিস বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় তারকা রাশিয়ান গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, সার্বিয়ার আনা ইভানোভিচ এবং ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাও খেলছেন এই আসরে। ফিলিপিন্সের ম্যানিলা অধ্যায় শেষে আজ থেকে এই আসর বসবে সিঙ্গাপুরে। আজ আবারও কোর্টে নামবেন টেনিসের কৃঞ্চকলি সেরেনা উইলিয়ামস। নতুন মৌসুম শুরুর আগে সেরেনা উইলিয়ামস ইতোমধ্যেই একটা লক্ষ্য ঠিক করে ফেলেছেন। এই আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লীগকেই নিয়েছেন নতুন মৌসুমের প্রস্তুতি পর্ব হিসেবে। আর এখানেও সাফল্য পেতে আশাবাদী সেরেনা উইলিয়ামস। এদিকে আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগে নিজের প্রথম ম্যাচেই হেরেছিলেন ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে।
×