ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই ভাইয়ের বিরোধ মায়ের লাশ দাফনে বাধা!

প্রকাশিত: ০৪:২১, ২ ডিসেম্বর ২০১৪

দুই ভাইয়ের বিরোধ মায়ের লাশ দাফনে বাধা!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মায়ের মৃত্যুর পর জমির বিরোধ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে পুলিশী হস্তক্ষেপে ৮ ঘণ্টা বিলম্বে দাফন করা হলো লাশ। রাজশাহী জেলার তানোর উপজেলায় বাধাইড় ইউনিয়নের বহরইল গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বহরইল গ্রামের মৃত মানিক উদ্দীনের স্ত্রী সাহাজাদির নামে ১০ বিঘা জমি আছে। সেই জমি বড় ছেলে সামসুদ্দীন ও ছোট ছেলে কাউছার তাদের নিজ নামে নিতে মরিয়া হয়ে ওঠে। ১৫ দিন আগে মাকে দুই ভাই মিলে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়েও দেয়। বৃদ্ধ সাহাজাদি পাশের গ্রাম মু-ুমালায় এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছিলেন। এরই মধ্যে রবিবার রাতে সাহাজাদি মারা যান। সোমবার সকালে সাহাজাদির মেয়ে নুর বানুসহ গ্রামবাসী মুণ্ডুমালা থেকে লাশ গ্রামের বাড়ি বহরইল গ্রামের দাফনের জন্য নিয়ে এলে দাফনে বাধা সৃষ্টি করে দুই ছেলে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন।
×