ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলী মন্ত্রিসভায় বিতর্কিত ইহুদি রাষ্ট্র বিল অনুমোদন

প্রকাশিত: ০৫:৩১, ২৫ নভেম্বর ২০১৪

ইসরাইলী মন্ত্রিসভায় বিতর্কিত ইহুদি রাষ্ট্র বিল অনুমোদন

ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেশটির মন্ত্রিসভায় রবিবার একটি বিল পাস করা হয়েছে। জেরুজালেম ও পশ্চিম তীরে অব্যাহত উত্তেজনার মাঝেই এ সিদ্ধান্ত নেয়া হলো। খবর গার্ডিয়ান অনলাইনের ও আলজাজিরার। ইসরাইলী মন্ত্রিসভায় উপস্থাপিত বিলটিতে ১৪ জন পক্ষে ও ৭ জন বিপক্ষে ভোট দেন। বিলটি এখন দেশটির পার্লামেন্ট নেসেটে পাঠানো হবে। আগামী বুধবার পার্লামেন্ট বিলটি পর্যবেক্ষণ করবে। টাইমস অব ইসরাইল পত্রিকার এক প্রতিবেদনে এ বিলকে ‘বিতর্কিত’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রীরা রুদ্ধদ্বার বৈঠক করলেও তাদের উত্তপ্ত বাক্যবিনিময় বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরাও শুনতে পান। মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল ইহুদি রাষ্ট্র। ইহুদীদের জন্য জাতীয়তাবাদী এ রাষ্ট্রে সকল নাগরিকেরই সম অধিকার রয়েছে।’ ইহুদীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ বিলটি কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। যারা ইহুদীদের ওপর হামলা চালায় ও ইসরাইলের পতন চায় তারা রাষ্ট্রীয় সকল সুবিধা পেতে পারে না।’
×