ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডস প্রদান

প্রকাশিত: ০৪:৩৮, ২৫ নভেম্বর ২০১৪

আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডস প্রদান

সংস্কৃতি ডেস্ক ॥ আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডসের (এএমএ) এবারের আসরে রাজত্ব করলো ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশন। সর্বোচ্চ পুরস্কার বর্ষসেরা শিল্পী জিতে নিয়েছেন এই ব্যান্ডের পাঁচ তরুণ। ২৩ নবেম্বর যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অনুষ্ঠিত হয় এ বছরের আমেরিকান মিউজিক এ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে গায়িকাদের মধ্যে কেটি পেরি একাই জিতেছেন তিনটি পুরস্কার। কিন্তু অস্ট্রেলিয়ায় সঙ্গীত সফরে থাকার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। বর্ষসেরা নতুন শিল্পীর স্বীকৃতি পেয়েছে অস্ট্রেলিয়ান ব্যান্ড ফাইভ সেকেন্ডস অব সামার। অস্ট্রেলিয়ান র‌্যাপসঙ্গীত শিল্পী ইজি আজালিয়া প্রিয় রাপ-হিপ-হপ শিল্পী হয়েছেন। আর তার ‘দ্য নিউ ক্ল্যাসিক’ হয়েছে প্রিয় রাপ-হিপ-হপ এ্যালবাম। ২৪ বছর বয়সী এ গায়িকা বলেছেন, গানের মানুষ হিসেবে আমাদেরকে অনেক পর্যালোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়। এ কারণে নিজের ভেতরে প্রশ্ন জাগে আমরা কী করছি। কিন্তু ভক্তদের এই সমর্থন জানাচ্ছে আমি ঠিক পথে আছি। রাপতারকা পিটবুলের উপস্থাপনায় তিন ঘণ্টার জাঁকজমকপূর্ণ এ আয়োজনে পরিবেশনার দিক দিয়ে নজর কেড়েছেন গায়িকারা। এর মধ্যে ‘বুটি’ শিরোনামের গানে জেনিফার লোপেজ ও ইজি আজালিয়ার খোলামেলা পরিবেশনা আলোচিত হয়েছে বেশি। এছাড়া নেচেছেন গেয়েছেন ফার্গি, সেলেনা গোমেজ, লর্ডে, আরিয়ানা গ্র্যান্ড, নিকি মিনাজ ও জেসি জে। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত গায়িকা টেলর সুইফটের হাতে প্রথম ডিক ক্লার্ক এ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তী গায়িকা ডায়ানা রস।
×