ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌবাহিনীর হাতে আটক ৪৯৫ আরোহীর মুচলেকা নিয়ে মুক্তি

প্রকাশিত: ০৫:৪৫, ২০ নভেম্বর ২০১৪

নৌবাহিনীর হাতে আটক ৪৯৫ আরোহীর মুচলেকা নিয়ে মুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত সোমবার সেন্টমার্টিনের অদূরে গভীর সমুদ্রে বাংলাদেশী জলসীমায় নৌবাহিনীর অভিযানে আটকের প্রকৃত সংখ্যা ৫৯২। এদের মধ্যে ১৯ নারী, ১২ শিশু ও ৫৬১ জন পুরুষ। আবার এদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ৯৪ জন মিয়ানমারের নাগরিক। মঙ্গলবার রাতে এদের চট্টগ্রামের পতেঙ্গা থানায় সোপর্দ করার পর বুধবার দুপুরে ৪৯৫ জন বাংলাদেশী নাগরিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ১৯ নারী ও ৬৬ পুরুষ মিলে মোট ৮৫ জনের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক নিয়ন্ত্রণ আইন ও মানব পাচার আইনে পতেঙ্গা থানায় দুটি মামলা দায়ের করেছেন নৌবাহিনীর লেঃ কমান্ডার মাহবুবুর রহমান। বিকেলে এদের চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক মামলার শুনানি শেষে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এ ৮৫ জনের সঙ্গে ১২ শিশুও রয়েছে (এরা মামলামুক্ত)। বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা থানায় গিয়ে দেখা যায়, একটি কক্ষে গাদাগাদি করে অবস্থান করছে নারী, শিশুসহ আটকরা। এদের প্রায় সকলেই মিয়ানমারের নাগরিক। নারী শিশুর মধ্যে কোন বাংলাদেশী নাগরিক নেই। রোহিঙ্গা মহিলাদের কয়েকজনের স্বামী এভাবেই এর আগে পাড়ি জমিয়েছিল, যাদের কোন হদিস তাদের জানা নেই। দালাল চক্র স্বামীর কাছে পৌঁছে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের এ পথে নিয়ে যায়। আর যারা অবিবাহিত তরুণী তাদের লোভ দেখানা হয় ভাল বিয়ে দেয়ার। আটক নারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
×