ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ৫ দিনব্যাপী এসএমই মেলা শুরু

প্রকাশিত: ০৫:২৬, ২০ নভেম্বর ২০১৪

রাজশাহীতে ৫ দিনব্যাপী এসএমই মেলা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পাঁচ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে। বুধবার রাজশাহী নগর ভবনের গ্রীনপ্লাজায় এ মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে আমু বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। এ খাতের ওপর ভর করেই দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রায় ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকা-ের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে। শিল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও এর বিরাট অবদান রয়েছে। মোট শিল্প কর্মসংস্থানের শতকরা প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ সৃষ্টি হচ্ছে এ খাত থেকে। তিনি বলেন, সমৃদ্ধ জাতি গড়ে তোলার জন্য অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া জরুরী। অন্যের ওপর নির্ভর করে পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারেনি এবং পারবেও না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী শুরু করেছিলেন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ ইহ্সানুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। বিভাগীয় পর্যায়ে এ এসএমই মেলায় ৪৮টি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আগামী ২৩ নবেম্বর এ মেলার সমাপনি অনুষ্ঠিত হবে। পরে শিল্পমন্ত্রী রাজশাহী চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×