ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে গুরুর আশ্রমে পুলিশ-সমর্থক সংঘর্ষ ॥ নিহত ৬ আহত ২০০

প্রকাশিত: ০৫:২৩, ২০ নভেম্বর ২০১৪

ভারতে গুরুর আশ্রমে পুলিশ-সমর্থক সংঘর্ষ ॥ নিহত ৬ আহত ২০০

ভারতের হরিয়ানা রাজ্যের বারওয়ালা টাউনে গুরু রামপালের আশ্রমে এক সংঘর্ষের ঘটনায় প্রায় ২০০ জন আহত হয়েছেন। পুলিশ আশ্রমে অভিযান চালিয়ে বুধবার ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অপর একজনকে হাসপাতালে পাঠানোর পর তারও মৃত্যু হয়। পুলিশের মহাপরিচালক এসএন বাশিস্ট জানিয়েছেন, মৃতদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মৃতের কারণ অনুসন্ধানে সেগুলোর ময়নাতদন্ত করা হয়। মঙ্গলবার গুরু রামপালকে গ্রেফতারের উদ্দেশে পুলিশ শতলোক নামের ওই আশ্রমটিতে অভিযানে গেলে রামপালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বুধবার সকাল পর্যন্ত কয়েক হাজার পুলিশ সদস্য আশ্রমটিকে ঘিরে রাখে। খবর: এএফপি ও বিবিসি ২০০৬ সালে সংঘটিত একটি হত্যাকা-ের মামলায় এবং আদালত অবমাননার দায়ে তথাকথিত এই গুরুকে খুঁজছে পুলিশ। দিল্লী থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বের বারওয়ালা টাউনে পুলিশ রামপালের শতলোক আশ্রমে গেলে তার কয়েক হাজার সমর্থক আশ্রমটি ঘিরে রেখে পুলিশকে ঢুকতে বাধা দেয়। পুলিশ জানিয়েছে, রামপালের সশস্ত্র সমর্থকরা লোকজনকে পণবন্দী করে রেখেছে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এক সপ্তাহ ধরে এ অচলাবস্থা চলার পর মঙ্গলবার কাঁদানেগ্যাস নিক্ষেপ করে ও বুলডোজার ব্যবহার করে ওই আশ্রমে প্রবেশের চেষ্টা করে পুলিশ।
×