ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে সান্তাহার বামগই কর্মকর্তার বদলি

প্রকাশিত: ০৪:৪১, ১৯ নভেম্বর ২০১৪

অবশেষে সান্তাহার বামগই কর্মকর্তার বদলি

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৮ নবেম্বর ॥ সান্তাহার বামগই কর্মকর্তা নিলুফা বেগমকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দৈনিক জনকণ্ঠে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট-প্লাবন ভূমি উপকেন্দ্র সান্তাহারের ইনচার্য নিলুফা বেগমের নানা অনিয়ম-দুর্নীতি বিষয়ে ৩ পর্বের ধারাবাহিক খবর প্রকাশের ৩ দিনের মাথায় ৭ নবেম্বর শুক্রবার প্রধান কার্যালয় থেকে ২ সদস্যের তদন্ত দল সরেজমিন তদন্ত করেন। তদন্ত শেষ হবার ৮ দিন পর ১৬ নবেম্বর তাঁকে সান্তাহার থেকে বদলি করে দেয়া হয়েছে খুলনা পাইকগাছা মৎস্য গবেষণা ইন্সটিটিউটে। সান্তাহারে তাঁর স্থলে ইতোমধ্যে ডেভিট রেন্টু দাস নামক বৈজ্ঞানিক কর্মকর্তা যোগদান করেছেন। মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এদিকে, এ ব্যাপারে মঙ্গলবার যোগাযোগ করা হলে নিলুফা বেগম সাংবাদিকদের জানান, আমি এখনো বদলি আদেশ হাতে পাইনি। সে কারণে আমাকে বদলি করা হয়েছে কি না তা বলতে পারছি না। অপর দিকে, নবাগত কর্মকর্তা ডেভিট রেন্টু দাস, সাবেক কর্মকর্তা নিলুফা বেগমের তাৎক্ষণিক বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
×