ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ইচ্ছা...

প্রকাশিত: ০৪:২৭, ১৩ নভেম্বর ২০১৪

শেষ ইচ্ছা...

বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিক মোল্লা ১৯৭১ সালে পাক হানাদারদের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াইয়ে সফল হলেও স্বাধীন দেশে জীবনযুদ্ধে আজ পরাজিত। মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টরে সশস্ত্র যুদ্ধ করেছেন তিনি। এখন জীবিকার তাগিদে রাজধানীর চানখারপুল টিবি হাসপাতালের সামনের সড়কে রিক্সা ও ভ্যানগাড়ি মেরামত করেন। তিন ছেলে, দুই মেয়ের সংসারে ছেলেদের জন্য একটা সরকারী চাকরি অনেক চেষ্টা করেও জোটাতে পারেননি। তবে তিনি মনে করেন মুক্তিযোদ্ধা হিসেবে যা কিছু পেয়েছেন তা বর্তমান প্রধানমন্ত্রীর কল্যাণেই পেয়েছেন। এখন ভরসাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর শেষ ইচ্ছা মৃত্যুর আগে যদি একবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করা। বুধবার মুক্তিযোদ্ধার জীবন সংগ্রামের এ ছবি তুলেছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×