ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিকদের আবাসন সমস্যা নিরসনে স্বল্প সুদে ঋণ দেয়া হবে

প্রকাশিত: ০৫:০৯, ১২ নভেম্বর ২০১৪

পোশাক শ্রমিকদের আবাসন সমস্যা নিরসনে স্বল্প সুদে ঋণ দেয়া হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শ্রমিকদের আবাসন সমস্যা দূর করতে স্বল্প সুদে ঋণ দেবে সরকার। বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘গৃহায়ন তহবিল’ থেকে কারখানার মালিকরা এ ঋণ সুবিধা পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে এ বিষয়ে বিজিএমইএ এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা অনুযায়ী পোশাক শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কারখানা মালিকদের ‘গৃহায়ন তহবিল’ থেকে ২ শতাংশ হারে সরল সুদে ঋণ দেবে। তবে এ ঋণের গ্যারান্টর হিসেবে বিজিএমইএকে রাখা হয়েছে। যদি কোন কারণে কারখানা মালিকরা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন তবে তা পরিশোধ করবে বিজিএমইএ। সমঝোতা স্মারকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক মোঃ মাহফুজুর রহমান এবং বিজিএমইএর পক্ষে সংগঠনটির সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মোহাম্মদ সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের আবাসন খাতে তেমন কোন পরিবর্তন হয়নি। তবে মহানগর এলাকা কিছুটা পরিবর্তন হয়েছে, যা দেশের পরিপ্রেক্ষিতে খুবই কম। গ্রামাঞ্চলে মানুষের গৃহায়নের অবস্থা মোটেও ভাল না। সেখানে পাকা বাড়ি নেই। তিনি বলেন, এ ঋণ নিয়ে কারখানা মালিকরা যদি শ্রমিকদের বাসস্থান নির্মাণ করে তাহলে প্রায় ২ কোটি মানুষ নিশ্চিত বাসস্থান পাবে। কারণ এ খাতে প্রায় ৪০ লাখ লোক নিয়োজিত রয়েছেন। যাদের ওপর প্রায় ২ কোটি মানুষ নির্ভরশীল।
×