ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুনারুঘাটে চার দিনব্যাপী হরিনামা সংকীর্তন

প্রকাশিত: ০৪:৪২, ১২ নভেম্বর ২০১৪

চুনারুঘাটে চার দিনব্যাপী হরিনামা সংকীর্তন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামে ৪ দিনব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনামা সংকীর্তন মহাযজ্ঞ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আয়োজকরা প্রস্তুতি সম্পন্ন করেছেন। ৭ বছর ধরে মধ্য নরপতি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের এ অনুষ্ঠান মহাধুমধাম ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯ নবেম্বর অনুষ্ঠানের প্রয়াত পৌরহিত্য সন্ধ্যায়যজ্ঞ ও গীতা সূচনার মধ্য অনুষ্ঠানের সূচনা হবে। পরিবেশনায় মহা চৈত মট চুনারুঘাট গীতা সংঘ, নরপতি গীতা সংঘ। এ ছাড়া শিশুদের গীতা প্রতিযোগিতা ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান লীলাকীর্তন শ্রী শ্রী হরিনামা সঙ্কীর্তন এ সকল অনুষ্ঠানে প্রভুপাদ শ্রী গৌর গোপাল গোস্বামীসহ ধর্মীয় সাধক স্থানীয়রা অংশ নেবেন। ২০ নবেম্বর মঙ্গলারতী ষোড়শ প্রহর হরিনামা সঙ্কীর্তন, ২১ নবেম্বর দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ। ২২ নবেম্বর সমাপ্তির দিনে ঊষালগ্নে নামকীর্তন সমাপন, নগর পরিক্রমা ও দধি ভা- ভঞ্জন। এ অনুষ্ঠানে সবাই সবান্ধবে আমন্ত্রিত।Ñবিজ্ঞপ্তি
×