ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:১৮, ১২ নভেম্বর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি

১. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (ঞওঈঋঅ) স্বাক্ষরিত হয় কবে? ক) ২৩ মে ২০১৩ খ) ২৪ জুন ২০১৩ গ) ২৫ নভেম্বর ২০১৩ ঘ) ২৬ ডিসেম্বর ২০১৩ ২. ১৬ ডিসেম্বর ২০১৩, কত জন ব্যক্তির সমন্বয়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় মানব-পতাকা তৈরি করে রেকর্ড গড়ে? ক) ২৪,১১৬ জন খ) ২৭,১১৭ জন গ) ২৯,১১৮ জন ঘ) ৩৭,১১৯ জন ৩. চঝঈ-এর বর্তমান ও ১৩তম চেয়ারম্যান কে? ক) ড. সা’দত হুসাইন খ) ড. জেড এন তাহমিদা বেগম গ) মাসুদ আহমেদ ঘ) ইকরাম আহমেদ ৪. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি? ক) বানৌজা সমুদ্র জয় খ) বানৌজা পদ্মা গ) বানৌজা সুরমা ঘ) বানৌজা অদম্য ৫. বিজয় বাংলা সফটওয়্যার তৈরি করা হয় কবে? ক) ১৫ ডিসেম্বর ১৯৯০ খ) ১৬ ডিসেম্বর ১৯৮৯ গ) ১৬ ডিসেম্বর ১৯৮৮ ঘ) ১৭ ডিসেম্বর ১৯৮৭ ৬. বাংলাদেশে মেরিটাইম বিশ্ববিদ্যালয় কতটি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৭. ঐতিহাসিক তে-ভাগা দিবস- ক) ৪ঠা জানুয়ারি খ) ৩রা এপ্রিল গ) ২৪ ফেব্রুয়ারি ঘ) ৭ মার্চ ৮. ১০ম জাতীয় সংসদে নির্বাচিত নারী সাংসদ- ক) ৮ জন খ) ১৮ জন গ) ১৯ জন ঘ) ২০ জন ৯. বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান কবে মারা যান? ক) ১১ জানুয়ারি ২০১৪ খ) ১২ জানুয়ারি ২০১৪ গ) ১৩ জানুয়ারি ২০১৪ ঘ) ১৪ জানুয়ারি ২০১৪ ১০. দেশের ২৩তম সরকারী মেডিকেল কলেজ কোনটি? ক) রংপুর মেডিকেল কলেজ খ) সিলেট মেডিকেল কলেজ গ) চট্টগ্রাম মেডিকেল কলেজ ঘ) গাজীপুর মেডিকেল কলেজ ১১. দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কতজন সদস্য? ক) ১৫০ খ) ১৫১ গ) ১৫২ ঘ) ১৫৩ ১২. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন? ক) গরু খ) ছাগল গ) মহিষ ঘ) ভেড়া ১৩. দেশের ইতিহাসে বৃহত্তম টিকাদান কর্মসূচী ‘হাম-রুবেলার’ টিকাদান ক্যাম্পেইন শুরু হয় কবে? ক) ২৪ জানুয়ারি ২০১৪ খ) ২৫ জানুয়ারি ২০১৪ গ) ২৬ জানুয়ারি ২০১৪ ঘ) ২৭ জানুয়ারি ২০১৪ ১৪. ২৬ জানুয়ারি ২০১৪ ভারতের প্রজাতন্ত্র দিবসে ঘোষণা করা তালিকায় বাংলাদেশের কোন ব্যক্তিত্ব ভারতের তৃতীয় বেসামরিক সর্বোচ্চ ‘পদ্মাভূষণ’ পান? ক) অধ্যাপক আনিসুজ্জামান খ) ড. মুনতাসীর মামুম গ) শাহরিয়ার কবির ঘ) নাসির উদ্দিন ইউসুফ ১৫. বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন কবে পরলোকগমন করেন? ক) ১ জানুয়ারি ২০১৪ খ) ১৫ জানুয়ারি ২০১৪ গ) ১৬ জানুয়ারি ২০১৪ ঘ) ১৭ জানুয়ারি ২০১৪ ১৬. মার্চ ’১৩ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? ক) ১,২০০ কোটি ডলার খ) ১,৯০০ কোটি ডলার গ) ১,৯০৪ কোটি ডলার ঘ) ২৭,৫০০ কোটি ডলার ১৭. বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর দাতব্য সংস্থার নাম কি? ক) রাইজিং খ) আপগ্রেডিং গ) হাঙ্গার পজেক্ট ঘ) আপরাইজিং ১৮. বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (বিপিএসসি) বর্তমান চেয়ারম্যান কে? ক) এটি আহমেদুল হক চৌধুরী খ) ইমরান আহমেদ গ) মাসুদ আহমেদ ঘ) ইকরাম আহমেদ ১৯. সরকারীভাবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব করে? ক) যুক্তরাষ্ট্র খ) সিয়েরালিওন গ) ব্রিটেন ঘ) ভারত ২০. জনপ্রশাসনে বর্তমান জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কতজন? ক) ১০ জন খ) ১১ জন গ) ১২ জন ঘ) ১৩ জন ২১. ২৬ মার্চ ২০১৪, জাতীয় সঙ্গীত গাওয়ার যে বিশ্ব বেকর্ড গড়ে বাংলাদেশ তাতে ডিজিটাল গণনায় কতজন অংশগ্রহণ করে? ক) ১,২১,৬৫৩ খ) ২,৫৪,৬৮১ গ) ৩,১২,১৮১ ঘ) ২,৮৯,৩৫৩ ২২. পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্যের নাম কি? ক) ড. ফারজানা ইসলাম খ) ড. জিন্নাতুন্নেছা তাহমিদা গ) অধ্যাপক আনোয়ারা বেগম ঘ) ড. আমেনা মোহসিন ২৩. ৭ এপ্রিল ২০১৪, ঢাকা বিশ্বদ্যালয়ের কততম সমাবর্তন অনুষ্ঠিত হয়? ক) ৪৫তম খ) ৪৬তম গ) ৪৭তম ঘ) ৪৮তম ২৪. দেশের প্রথমবারের মতো বোনম্যারো ট্রান্সপ্লান্ট (অস্থিমজ্জা প্রতিস্থাপন) শুরু হয় কবে? ক) ১০ মার্চ ২০১৪ খ) ১১ মার্চ ২০১৪ গ) ১২ মার্চ ২০১৪ ঘ) ১৩ মার্চ ২০১৪ ২৫. সিলেট স্টেডিয়াম দেশের কততম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু? ক) ৫ম খ) ৬ষ্ঠ গ) ৭ম ঘ) ৮ম ২৬. বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত প্রত্মতাত্ত্বিক নিদর্শন কোনটি? ক) উয়ারী বটেশর খ) নাটেশ্বর বৌদ্ধ মন্দির গ) সীমা বৌদ্ধ মন্দির ঘ) সোমপুরবিহার ২৭. বাংলাদেশ পোলিওমুক্ত হয়- ক) ২০০১ সালে খ) ২০০৬ সালে গ) ২০১১ সালে ঘ) ২০১৪ সালে ২৮. ব্রিটেনের বিচারক পদে ১ম কোন বাংলাদেশী নিয়োগ পান? ক) মঞ্জিলা পলা উদ্দিন খ) রুশনারা আলী গ) টিউলিপ সিদ্দিক ঘ) স্বপ্না আরা খাতুন ২৯. ‘বঙ্গবন্ধু পুরস্কার’ দেয়া হয় কোন দেশ থেকে? ক) ভারত খ) বাংলাদেশ গ) রাশিয়া ঘ) থাইল্যান্ড ৩০. ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত? ক) কুষ্টিয়ায় খ) সিরাজগঞ্জে গ) ঝিনাইদাহ ঘ) কলকাতায় ৩১. নিম্নের কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই ক) ইররাঈল খ) মালদ্বীপ গ) ফিলিস্তিন ঘ) ক ও খ উভয়ই ৩২. প্রতি বছর যে ইংরেজি তারিখে ‘বাংলা নববর্ষ’ পালিত হয়- ক) ১৪ ফেব্রুয়ারি খ) ১লা এপ্রিল গ) ১৪ এপ্রিল ঘ) উপরের কোনটি নয় ৩৩. প্রস্তাবিত অটিস্টিক একাডেমী স্থাপিত হবে কোথায়? ক) সোনারগাঁ, নারায়ণগঞ্জ খ) মহাখালী, ঢাকা গ) গাজীপুর, ঢাকা ঘ) মেঘনা, কুমিল্লা ৩৪. ১ এপ্রিল ২০১৪ থেকে সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? ক) ভুটান খ) মালদ্বীপ গ) আফগানিস্তান ঘ) ওপরের কোনটিই নয় ৩৫. প্রতি জেলার শিশু আদালত গঠন করা হয় কবে? ক) ১২ এপ্রিল ২০১৪ খ) ১৩ এপ্রিল ২০১৪ গ) ১৪ এপ্রিল ২০১৪ ঘ) ১৫ এপ্রিল ২০১৪ ৩৬. ৭ এপ্রিল ২০১৪, ঢাকা বিশ্ববিদ্যালয় কাকে ‘ডক্টর অব সায়েন্স’ প্রদান করে? ক) বান কি মুন (মহাসচিব, জাতিসংঘ) খ) থমাস বাখ (প্রেসিডেন্ট, আইওসি) গ) হেলেন ক্লার্ক (প্রশাসক, ইউএনডিপি) ঘ) অধ্যাপক রোলফ হুয়ের (মহাপরিচালক, সার্ন) ৩৭. নিচের কোন গানটির কণ্ঠশিল্পী বশীর আহমেদ? ক) আকাশের হাতে আছে একরাশ নীল খ) অনেক সাধের ময়না আমার গ) খুঁজে খুঁজে জনম গেল ঘ) ওপরের সবগুলো ৩৮. বাংলাদেশের প্রথম প্রতœ নাটক কোনটি? ক) সোমপুর কথন খ) শালবন কথন গ) রাজবন কথন ঘ) ভাসু কথন ৩৯. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ- ক) হিথস্ট্রিক খ) চন্দ্রিকা কমুরাতুঙ্গা গ) চন্দ্রিকা হাতুরাসিংহে ঘ) শেন জার্গেনসন ৪০. সম্প্রতি চীনের সাথে যৌথ উদ্যোগে কোথায় কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মিত হবে? ক) বাগেরহাট খ) পটুয়াখালি গ) খুলনা ঘ) কক্সবাজার ৪১. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? ক) সেন্টমার্টিন খ) জিনজিরা গ) জায়গীরজোত ঘ) হাজীপুর ৪২. বাংলাদেশ মান সময় আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে? ক) ৬ মে ২০১৪ খ) ৭ মে ২০১৪ গ) ৮ মে ২০১৪ ঘ) ৯ মে ২০১৪ ৪৩. পদ্মা সেতু নির্মাণ করবে কোন কোম্পানী? ক) চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. খ) ডেইলি-এল অ্যান্ড টি জেভি গ) স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশন ঘ) ওপরের কোনটিই নয় ৪৪. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? ক) স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস) খ) সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (জার্মানি) গ) আন্তর্জাতিক বিচারক আদালত (নেদারল্যান্ডস) ঘ) বিশেষ সালিশ আদালত ৪৫. ২০১৩-২০১৪ অর্থবছরে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? ক) ১,১৭০ খ) ১,১৮০ গ) ১,১৯০ ঘ) ১,২০০ ৪৬. ‘একসেস টু ইনফরমেশন’ (অপপবংং ঃড় ওহভড়ৎসধঃরড়হ-অ২১) কর্মসূচী কোন মন্ত্রণালয়ের অধীন? ক) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় খ) ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রাণালয় গ) রাষ্ট্র্রপতির কার্যালয় ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয় ৪৭. ‘হাজী’ ও ‘দানেশ’ হলো উন্নত জাতের- ক) মিষ্টি কুমড়া খ) বেগুন গ) আম ঘ) তরমুজ ৪৮. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত? ক) রূপগঞ্জ, নারায়নগঞ্জ খ) হোমনা, কুমিল্লা গ) বিবিয়ানা, হবিগঞ্জ ঘ) কৈলাসটিলা, সিলেট ৪৯. বাংলাদেশ হতে প্রথম সরকারীভাবে যে দেশে ওষুধ রপ্তানী করা হয়- ক) তাঞ্জানিয়ায় খ) নেপালে গ) কম্বোডিয়ায় ঘ) শ্রীলংকায় ৫০. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশী যুদ্ধ জাহাজ- ক) আলী হায়দার খ) ওসমান গ) নির্মূল ঘ) ক ও গ উভয়ই ৫১. পটুয়াখালী জেলার কলাপাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করবে কোন দেশ? ক) চীন খ) জাপান গ) রাশিয়া ঘ) জার্মান ৫২. ‘সবুজ কর’ হচ্ছে- ক) আয়ের উপর ধার্যকৃত খ), মূল্য সংযোজন কর গ) পরিবেশগত ক্ষতির কর ঘ) কৃষির ওপর আরোপিত কর ৫৩. বর্তমানে করমুক্ত ব্যক্তিগত আয়সীমা কত? ক) ২,০০,০০০ টাকা খ) ২,২,০০০ টাকা গ) ২,৫,০০০ টাকা ঘ) ৩,০০.০০ টাকা ৫৪. বর্তমান বাজেটে সর্বোচ্চ বরাদ্দ যে খাতে- ক) জনপ্রশাসন খ) পদ্মা সেতু গ) শিক্ষা ঘ) সামাজিক নিরাপত্তা ৫৫। অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার কত? ক) ১.৩০% খ) ১.৩২% গ) ১.৩৭% ঘ) ১.৪২% ৫৬. অর্থনৈতিক সমীক্ষা-২০১৪ অনুযায়ী, বর্তমান মাথাপিছু আয় কত? ক) ৯৯০ মার্কিন ডলার খ) ১০৪৪ মার্কিন ডলার গ) ১০৯০ মার্কিন ডলার ঘ) ১১৯০ মার্কিন ডলার ৫৭. বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কোনটি? ক) ২৩টি খ) ২৪টি গ) ২৫টি ঘ) ২৬টি ৫৮. ২ জুন ২০১৪ নিকার (ঘওঈঅজ)-এর ১০৯তম বৈঠকে কোন দুটি উপজেলার অনুমোদন দেয়া হয়? ক) গুইমারা (খাগড়াছড়ি) ও ওসমানীনগর (সিলেট) খ) নাজিরহাট (চট্টগ্রাম) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) গ) তালতলী (বরগুনা) ও রাঙ্গাবালী (পটুয়াখালী) ঘ) তারাকান্দা (ময়মনসিংহ) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) ৫৯। ২ জুন ২০১৪ নিকার (ঘওঈঅজ)-এর ১০৯তম বৈঠকে কোন দুটি পৌরসভা অনুমোদন দেয়া হয়? ক) গুইমারা (খাগড়াছড়ি) ও ওসমানীনগর (সিলেট) খ) নাজিরহাট (চট্টগ্রাম) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) গ) তালতলী (বরগুনা) ও রাঙ্গাবালী (পটুয়াখালী) ঘ) তারাকান্দা (ময়মনসিংহ) ও দেবীগঞ্জ (পঞ্চগড়) ৬০. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? ক) ৪৮৫টি খ) ৪৮৭টি গ) ৪৮৬টি ঘ) ৪৮৯টি ৬১। বর্তমানে দেশে পৌরসভার জনসংখ্যা কতটি? ক) ৩১৯টি খ) ৩২০টি গ) ৩১৮টি ঘ) ৩২১টি ৬২। দেশে বর্তমানে তফসিলি ব্যাংক কতটি? ক) ৫৯টি খ) ৬০টি গ) ৬১টি ঘ) ৫৬টি ৬৩. প্রত্যাশিত গড় আয়ুস্কাল কত? ক) ৬৯ বছর খ) ৭০ বছর গ) ৭১ বছর ঘ) ৭২ বছর ৬৪. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত? ক) ১,১০৫ জন খ) ১,১১৫ জন খ) ১,০১৫ জন ঘ) ১,১৫০ জন ৬৫. জাতিসংঘের সদর দফতরের বিশেষ কনসার্টে বাংলাদেশের কোন ব্যান্ড দল অংশগ্রহণ করে? ক) এল.আর.বি খ) আর্ক গ) স্বাধীনতা ঘ) লালন ৬৬. বাংলাদেশ শ্রীলংঙ্কায় সরকারীভাবে ওষুধ রপ্তানীর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করে কবে ক) ২৩ জুন ২০১৪ খ) ২৪ জুন ২০১৪ গ) ২৫ জুন ২০১৪ ঘ) ২৬ জুন ২০১৪ ৬৭. বাংলাদেশের বিমানে সংযুক্ত সুপারসনিক উড়োজাহাজ হলোÑ ক) পালকি, অরুণ আলো খ) রাঙ্গাপ্রভাত গ) রাঙ্গাপ্রদীপ ঘ) ওপরের সবগুলো ৬৮. সম্প্রতি কোথায় নতুন করে বৌদ্ধ সভ্যতার প্রতœতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃৃত হয়? ক) মহাস্থানগড়, বগুড়া খ) সোমপুর, নওগাঁ গ) সোনারগাঁ, নারায়ণগঞ্জ ঘ) শিবপুর, নরসিংদী ৬৯. বিশ্বের কতটি দেশে বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়? ক) ৪৬টি খ) ৪৭টি গ) ৪৮টি ঘ) ৪৯টি ৭০. বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে? ক) ৪ জুলাই ২০১৪ খ) ৫ জুলাই ২০১৪ গ) ৬ জুলাই ২০১৪ ঘ) ৭ জুলাই ২০১৪ ৭১. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? ক) স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস) খ) সুমদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (র্জামানী) গ) আন্তর্জাতিক বিচার আদালত (নেদারল্যান্ড) ঘ) বিশেষ সালিশি আদালত (যুক্তরাজ্য) ৭২. বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত? ক) ১,১৮,৮২৩ বর্গ কি.মি খ) ১,১৮,৮১৩ বর্গ কি.মি গ) ১,১৮,৮৩৩ বর্গ কি.মি ঘ) ১,১৮,৮৩৫ বর্গ কি.মি ৭৩. বাংলাদেশ ভারতের বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কি.মি বাংলাদেশ লাভ করে? ক) ১৯,৪৬৭ বর্গ কি.মি খ) ১৯,৩৬৭ বর্গ কি.মি গ) ১৯,৪৬৭ বর্গ কি.মি ঘ) ১৯,৫৬৭ বর্গ কি.মি ৭৪. বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ণ এলাকা ছিল কত? ক) ২৫,৬০২ বর্গ কি.মি খ) ২৫,৭০২ বর্গ কি.মি গ) ২৫,৮০২ বর্গ কি. মি ঘ) ২৫,৯০২ বর্গ কি.মি ৭৫. পল্লী সঞ্চয় ব্যাংক প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে কবে? ক) ৩০ জুন ২০১৫ খ) ৩০ জুন ২০১৬ গ) ৩০ জুলাই ২০১৫ ঘ) ৩০ জুলাই ২০১৬ ৭৬. বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়ায় নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে সহায়তা করবে যে দেশ- ক) চীন খ) জার্মানী গ) ভারত ঘ) রাশিয়া ৭৭. বাংলাদেশের গার্মেন্টস শিল্প পার্ক স্থাপিত হবে কোথায়? ক) বাউশিয়া, মুন্সীগঞ্জ খ) পাগলা, নারায়ণগঞ্জ গ) হেমায়েতপুর, ঢাকা ঘ) মাওনা, গাজীপুর ৭৮. বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত? ক) ১.৩২% খ) ১.৩৫% গ) ১.৩৭% ঘ) ১.৪১% ৭৯. ‘ ইন্দ্রাকপুর পরগণা’ পূর্ব নাম- ক) শরীয়তপুর খ) ময়নামতি গ) উত্তরবঙ্গ ঘ) জামালপুর ৮০. দেশে সর্বাধিক শ্রমিক নিয়োজিত কোন খাতে? ক) শিল্প খাতে খ) গার্মেন্টস খাতে গ) কৃষি খাতে ঘ) নির্মাণ খাতে ৮১. জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? ক) সেন্টমার্টিন খ) ধামসোনা গ) বানিয়াচং ঘ) হাজিপুর ৮২. ‘ছিট কচুয়া’ ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? ক) পঞ্চগড় খ) লালমনিরহাট গ) কুড়িগ্রাম ঘ) নীলফামারী সমাধান : ১.গ ২.খ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.খ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.গ ৪০.খ ৪১.ঘ ৪২.গ ৪৩.ক ৪৪.ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ঘ ৫১.ক ৫২.গ ৫৩.গ ৫৪.ক ৫৫.গ ৫৬.ঘ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.খ ৬০.ঘ ৬১.ক ৬২.ঘ ৬৩.ক ৬৪.গ ৬৫.ঘ ৬৬.ক ৬৭.ঘ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.ঘ ৭১.ক ৭২.খ ৭৩.গ ৭৪.ক ৭৫.খ ৭৬.ক ৭৭.ক ৭৮.গ ৭৯.ক ৮০.গ ৮১.ঘ ৮২.????????
×