ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাটালোনিয়ার স্বাধীনতার পক্ষে ৮০ শতাংশের বেশি ভোট

প্রকাশিত: ০৫:৩৩, ১১ নভেম্বর ২০১৪

ক্যাটালোনিয়ার স্বাধীনতার পক্ষে ৮০ শতাংশের বেশি ভোট

স্বাধীনতার পক্ষে স্পেনের ক্যাটালোনিয়াবাসী এক প্রতীকী ভোটে ৮০ শতাংশের বেশি সমর্থন দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। ভোট গ্রহণের একদিন পর ফলাফলে দেখা গেছে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে স্বায়ত্তশাসিত এলাকার জনগণ স্বাধীনতা চায়। স্পেনের সাংবিধানিক আদালত আনুষ্ঠানিকভাবে গণভোট আয়োজনের বিষয়টি বাতিল করে দেয়ার পরও ক্যাটালোনিয়া প্রশাসন রবিবার এ ভোটের আয়োজন করেন। ক্যাটালোনিয়া নেতা আরতুর ম্যাস এক প্রতিক্রিয়ায় জানান, এটি সবচেয়ে বড় সাফল্য যা আনুষ্ঠানিক গণভোটের পথে এগিয়ে যাওয়ার দিকে একধাপ অগ্রসর হলো। ভবিষ্যত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ক্যাটালোনিয়াবাসীকে সহায়তা করতে আমি বিশ্বের সব মানুষ, গণমাধ্যম ও গণতান্ত্রিক সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। গণভোটে ভোটারদের প্রতি দুটি প্রশ্ন রাখা হয়Ñ ক্যাটালোনিয়াকে একটি রাজ্য হিসেবে দেখতে চান নাকি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চান। ভাইস প্রেসিডেন্ট জোয়ানা ওর্তেগা বলেন, ২০ লাখেরও বেশি লোক ‘নাগরিক পরামর্শ’ নামের এই গণভোটে অংশ নেয়। দুটি প্রশ্নেরই ৮০ দশমিক ৭২ শতাংশ হ্যাঁ ভোট দেয়। মাত্র ১০ শতাংশের সামান্য বেশি মানুষ। প্রথম প্রশ্নে হ্যাঁ ও দ্বিতীয় প্রশ্নে না ভোট দেয়। উভয় প্রশ্নে না ভোট দিয়েছে মাত্র ৪.৫ শতাংশ। -বিবিসি।
×