ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশিয়ানী উপজেলা চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:১৯, ১১ নভেম্বর ২০১৪

কাশিয়ানী উপজেলা চ্যাম্পিয়ন

নীতিশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ ॥ যথার্থই ছিল ১৯৯৩ সালের তৈরি গোপালগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপটি। তৎকালীন জেলা প্রশাসক সা জ ম আক্রামুজ্জামানের সময়ে এমন একটি টুর্নামেন্ট অনুষ্ঠানের লক্ষ্যে কাপটি তৈরি হলেও পরবর্তীতে তা আর আলোর মুখ দেখেনি। দীর্ঘ ২১ বছর পর এসে কাপটি ফিরে পেল সেটির মর্যাদা। সোমবার বিকেলে স্থানীয় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেষ হয় প্রথমবারের মতো আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রায় দলেই ছিল বিদেশী খেলোয়াড়। দর্শক-গ্যালারি ছিল পূর্ণ, ছিল ভিন্ন আকর্ষণ। গত ২৯ অক্টোবর জেলার ৫ উপজেলার ৮টি দল নিয়ে শুরু হয় এ টুর্নামেন্ট। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় কাশিয়ানী উপজেলা একাদশ। ফাইনালে টুঙ্গিপাড়া উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে তারা জয় করে নেয় জেলা প্রশাসক গোল্ডকাপ। শুরু থেকেই শুরু হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। খেলার ঠিক ১৫ মিনিটে প্রথম গোলটি করেন কাশিয়ানী উপজেলা একাদশের ফরোয়ার্ড সবুজ। বিরতির পর ২৪ মিনিটে সতীর্থ খেলোয়াড় আরিফ আরও একটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। খেলার শেষ মুহূর্তে টুঙ্গিপাড়া উপজেলা একাদশের পক্ষে বিদেশী খেলোয়াড় রাফায়েলের পেনাল্টি শটে একটি গোলে ব্যবধান ২-১ এ দাঁড়ায়। খেলা শেষে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথভাবে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিভাগের কমিশনার মোঃ জিল্লার রহমান গোল্ডকাপটি তুলে দেন বিজয়ী দলের হাতে।
×