ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামকৃষ্ণের রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম ‘কাঁদালে তুমি মোরে’

প্রকাশিত: ০৫:৫৬, ১০ নভেম্বর ২০১৪

রামকৃষ্ণের রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম ‘কাঁদালে তুমি মোরে’

স্টাফ রিপোর্টার ॥ এতদিন তিনি আর কে রানা হিসেবেই পরিচিত ছিলেন। এই নামেই তাঁর তিনটি আধুনিক গানের এ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিয়েছেন তিনি। তবে এবার আসল নাম ‘রামকৃষ্ণ’ নামেই শ্রোতাদের হাতে তুলে দিয়েছেন রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম ‘কাঁদালে তুমি মোরে’। এ্যালবামটি গত সপ্তাহে বাজারে এসেছে। এ্যালবামে সঙ্গীতায়োজন করেছেন তারই শিক্ষাগুরু অজয় মিত্র। মূলত অজয় মিত্র এবং ছায়ানটে রবীন্দ্র সঙ্গীতে শিক্ষা গ্রহণ করেছেন রামকৃষ্ণ। রামকৃষ্ণের প্রথম রবীন্দ্র সঙ্গীতের এ্যালবামে যে গানগুলো স্থান পেয়েছে সেগুলো হচ্ছে মনে রবে কি না রবে আমারে, স্বপনে দোঁহে ছিনু কি মোহে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, আমার খেলা যখন ছিল, বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি, লিখন তোমার ধূলায় হয়েছে ধুলি, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না, ভালবেসে সখী নিভৃত যতনে, তোমায় গান শোনাব তাইতো আমায় এবং কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। নিজের প্রথম রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম নিয়ে রামকৃষ্ণ বলেন, ‘অনেক যতেœ, অনেক কষ্টে, অনেক লালন করে গানগুলো শ্রোতাদের হাতে তুলে দিয়েছি। রবীন্দ্রপ্রেমী শ্রোতাদের ভাল লাগবে বলেই আমি বিশ্বাস করি। আমার শিক্ষাগুরু অজয় মিত্রের একনিষ্ঠ পরিশ্রম ও আন্তরকিতা না থাকলে এই এ্যালবামটি করা সম্ভব হতো না। আমি কৃতজ্ঞ আমার সহধর্মিণী শিলা রানী দাসের কাছে যার জীবনব্যাপী স্বতঃ ত্যাগ আমাকে এই কাজ করার সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। লেজার ভিশনের ব্যানারে এ্যালবামটি বাজারে পাওয়া যাচ্ছে। রামকৃষ্ণের এর আগে ‘আর কে রানা’ নামে তিনটি আধুনিক গানের এ্যালবাম বাজারে আসে। এগুলো হচ্ছে ‘হৃদয়ের কান্না’, ‘কেন এতো কাঁদালে আমায়’ ও ‘এসো আমার বন্ধু হও।’ রামকৃষ্ণ প্রয়াত সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজের সঙ্গীত পরিচালনায় আবিদ হাসান বাদলের ‘চোখ পালটি’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন। তারপর আরও কয়েক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। বাগেরহাটের মোড়েলগঞ্জের ঢুমুরিয়া গ্রামের হালদার বাড়ির সন্তান রামকৃষ্ণের প্রত্যাশা তাঁর রবীন্দ্র সঙ্গীতের এ্যালবামের গানগুলো শুনবেন। তার বিশ্বাস শ্রোতারা আশাহত হবেন না।
×