ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেরুজালেম আন্দোলনে রান-ওভার ইন্তিফাদার আভাস

প্রকাশিত: ০৫:৪৭, ৯ নভেম্বর ২০১৪

জেরুজালেম আন্দোলনে রান-ওভার ইন্তিফাদার আভাস

সামজিক নেটওয়ার্কগুলোতে বৃহস্পতিবার প্রচারিত এক ব্যঙ্গচিত্রে একটি মোটরগাড়িকে স্বয়ংক্রিয় অস্ত্রের নল হিসেবে অঙ্কন করা হয়েছে এবং আরবী ভাষায় ক্যাúশন লেখা হয়েছে- বিদ্রোহ কর, প্রতিরোধ কর, এমনকি তোমার গাড়িটি চালিয়ে দিয়ে। অন্য একটি চিত্রের অডোমিটারে লেখা রয়েছেÑ হে বিপ্লবী আরও পেট্রোল ব্যবহার কর, যাতে আমরা ফিলিস্তিন ফিরে পেতে পারি। তৃতীয় ব্যঙ্গচিত্রটিতে কালো হ্যাটে ইহুদি তারকা অঙ্কিত দুই ব্যক্তিকে আঘাত করছে ফিলিস্তিনী পতাকার লাল-সাদা-সবুজ বর্ণের একটি গাড়ি। এ নতুন প্রচার অভিযানকে আখ্যায়িত করা হয়েছে রান-ওভার ইন্তিফাদা বলে। ফিলিস্তিনী গাড়ি চালকরা বুধবার ও গত মাসে ইসরাইলী পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ৩ জনকে হত্যা এবং ২০ জনের বেশি আহত কারে। স্পষ্টত ঐ ঘটনায় অনুপ্রাণিত হয়েই এ প্রচার অভিযানের সূত্রপাত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জেরুজালেমে যে সহিংসতার উদ্ভব হয়েছে তাকে ইহুদি ও মুসলমান দু’পক্ষের কাছেই পবিত্র পুরনো শহরের অধিকার অর্জনের লড়াই উস্কে দেবে কিনা এ বিষয়টি জোর আলোচিত হচ্ছে। ইসরাইলী দখলের বিরুদ্ধে ফিলিস্তিনীদের এটা তৃতীয় ইন্তিফাদা বা আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস।
×