ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫ শতাংশের বেশি ব্যাংক শেয়ার রাখতে অনুমতি নিতে হবে

প্রকাশিত: ০৫:৩৪, ৭ নভেম্বর ২০১৪

৫ শতাংশের বেশি ব্যাংক শেয়ার রাখতে অনুমতি নিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাঁচ শতাংশের বেশি শেয়ার আছে তাদের তথ্য আগামী এক মাসের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন বাণিজ্যিক ব্যাংকের মোট শেয়ারের ৫ শতাংশের বেশি রাখতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ক নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন বাণিজ্যিক ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের শতকরা ৫ ভাগের সমপরিমাণ শেয়ার ধারণ করে আছেন তাঁদের নতুন করে অনুমোদন নিতে হবে না। তবে এ ধরনের শেয়ারধারীদের আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নতুন ছক অনুযায়ী শেয়ার ধারণ সম্পর্কিত তথ্য দিতে হবে। আইন অনুযায়ী একজন ব্যক্তি বা একক পরিবার বা প্রতিষ্ঠান একটি ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার রাখতে পারে। এক পরিবার থেকে দুইজনের বেশি পরিচালনা পর্ষদে থাকতে পারে না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য শেয়ার মালিকদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
×