ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিলামে বিক্রি ‘স্টিল লাইফ’

প্রকাশিত: ০৫:৩১, ৭ নভেম্বর ২০১৪

নিলামে বিক্রি ‘স্টিল লাইফ’

লাল, নীল, সাদা এক ঝাঁক রকমারি ফুল। দেখলেই যেন টাটকা সুগন্ধ এসে লাগে নাকে। হাল্কা সবুজ ক্যানভাস, সাদা মার্বেল টেবিলের ওপর ফুলদানিতে সাজানো ফুলের তোড়ার নামটাও তাই ভিনসেন্ট ভ্যান গগ রেখেছিলেন ‘স্টিল লাইফ, ভাস উইথ ডেজিজ এ্যান্ড পপিজ’। তাঁর সেই ছবিই মঙ্গলবার বিক্রি হয়ে গেল সোদবির নিলামে। ছয় কোটি ১৮ লাখ ডলার দাম হেঁকে ‘স্টিল লাইফ’ জিতে নিয়েছেন এক এশীয়। এই বুনো ফুলের ছবি শিল্পী এঁকেছিলেন মৃত্যুর মাস তিনেক আগে। ভ্যান গগের এক ফরাসি চিকিৎসকের বাড়িতে বসে ১৮৯০ সালে এই ছবিটি এঁকেছিলেন। তাঁর জীবদ্দশায় অল্প যে কয়টি ছবি বিক্রি হয়েছিল ‘স্টিল লাইফ’ সেই তালিকায় অন্যতম। নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের প্রতিষ্ঠাতা এ কনগার গুডইয়ার ১৯২৮ সালে কিনেছিলেন এই শিল্পকীর্তি। - বিবিসি অনলাইন
×