ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুরকিনা ফাসোয় এক বছরের জন্য অন্তর্বর্তী সরকার হচ্ছে

প্রকাশিত: ০৫:৩০, ৭ নভেম্বর ২০১৪

বুরকিনা ফাসোয় এক বছরের জন্য অন্তর্বর্তী সরকার হচ্ছে

বুরকিনা ফাসোর সেনাবাহিনী, রাজনীতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ দেশে এক বছরের জন্য রাজনৈতিক অন্তর্বর্তী সরকার গঠনে এবং ২০১৫ সালের নবেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সম্মত হয়েছেন। বুধবার এক গুরুত্বপূর্ণ আলোচনার পর তাঁরা এ সিদ্ধান্ত গ্রহণ করেন। খবর এএফপির। কিন্তু বৈঠকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য একজন নতুন নেতার নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন নেতৃবৃন্দ। পশ্চিম আফ্রিকার তিনটি দেশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় এ আলোচনায় ধর্মীয় ও উপজাতি প্রধানরাও অংশগ্রহণ করেন। কিন্তু আলোচনার পর এক বিবৃতিতে বলা হয়, একজন বিশিষ্ট বেসামরিক ব্যক্তিত্বের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া উচিত বলে সকল পক্ষ সম্মত হয়েছে।
×