ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল ডেকে জামায়াত ফের মানবতাবিরোধী অপরাধ করছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৪৩, ৬ নভেম্বর ২০১৪

হরতাল ডেকে জামায়াত ফের মানবতাবিরোধী অপরাধ করছে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ নবেম্বর ॥ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণতন্ত্র ও রাজনীতির উপযুক্ত নয়। একাত্তরে তারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা করেছে। সেই জামায়াতে ইসলামী এখন স্বাধীন বাংলাদেশে আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হরতাল ডাকছে। হরতাল ডেকে জামায়াত ফের মানবতাবিরোধী অপরাধ করছে। বুধবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুখ বন্ধ করে তাদের সমর্থন দিচ্ছেন এটাও লজ্জাজনক। বেগম জিয়া ১৯৭১ এর রাজাকারদের সমর্থন দিয়ে নব্য রাজাকারের ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, একাত্তরের মতো জামায়াত এখনও অমানবিক। তারা বাচ্চাদের হাতজোড় করে করা অনুরোধও উপেক্ষা করেছে। শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত পরীক্ষার সময় হরতাল দিচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, আমরাও তো আন্দোলন করেছি, পাকিন্তানের পতন ঘটিয়েছি। সামরিক শাসনের উচ্ছেদ করেছি। এরশাদ ও জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনও আমরা পরীক্ষার সময় হরতাল ডাকিনি। আর এখন পরীক্ষার সময় হরতাল দিয়ে শিক্ষার্থীদের বিপর্যয় ঘটাচ্ছে তারা। এর মাধ্যমে তারা আরেকটি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছে। এটা খুবই দুঃখজনক। এ সময় দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরী, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
×