ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:০৫, ৬ নভেম্বর ২০১৪

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান (পূর্ব প্রকাশের পর) দ্বিতীয় অধ্যায় প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ আমরা বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন : সঠিক উত্তরটি তোমার খাতায় লেখ। ভ। মানুষের কোনটির ওপর বায়ুদূষণের প্রভাব ফেলে র) লিভার রর) কিডনি ররর) হজমে রা) স্বাস্থ্যের ম। দূষিত পানি ব্যবহারের ফলে নিচের কোনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে? র) ঘরবাড়ি রর) জলজ প্রাণী ররর) গাছপালা রা) রাস্তাঘাট উত্তরমালা : ক) ইটের ভাটায় ইট পোড়ান খ) জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো গ) মাটি, পানি, বায়ু ঘ) ৩টি ঙ) ইটের ভাটায় ইট পোড়ানো চ) রাসায়নিক সার ও কীটনাশক ছ) ডায়রিয়া জ) কলকারখানার বর্জ্য ঝ) বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলা ঞ) সুস্থ পরিবেশ ট) লোডশেডিং-এর জন্য ঠ) বিনা প্রয়োজনে গাড়ির হর্ন বাজান ড) পরিকল্পিত রাস্তাঘাট ও ঘরবাড়ি তৈরি করে ঢ) প্লাস্টিক ণ) খাদ্য উৎপাদন বৃদ্ধি করা ত) মানসিক ও শারীরিক সমস্যা হয় থ) শব্দ দূষণ দ) এটি মাটিতে পচে না ধ) জনসংখ্যা বৃদ্ধি ন) শব্দ দূষণ প) পরিবেশ দূষিত হয় ফ) আবর্জনা ও মলমূত্র নিষ্কাশনের ভাল ব্যবস্থা না থাকা ব) উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে ভ) স্বাস্থ্যের ম) জলজপ্রাণী। শূন্যস্থান পূরণ কর: ১।---থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ২। বর্তমানে--- বৃদ্ধি পাওয়ার কারণে পরিবেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় ৩।-----বাসগৃহ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন যানবাহন চালানো--- পোড়ানো ইত্যাদি কারণে ---দূষিত হচ্ছে ৪। বায়ুদূষণ মানুষের--- ওপর প্রভাব ফেলে ৫। জলাশয়ের উপর ---তৈরি করার ফলে পানি দূষিত হচ্ছে ৬। কলকারখানার বর্জ্য, বাড়ির ব্যবহৃত--- ইত্যাদির মাধ্যমেও নানাভাবে---দূষিত হচ্ছে। ৭।----ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ৮। মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়--- কারণে। ৯। কৃষিক্ষেত্রে অতিরিক্ত---- ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়। ১০। হাসপাতালের বর্জ্য---পলিথিন ইত্যাদির কারণে মাটি দূষিত হয়। ১১।------এর কারণে জেনারেটর চলছে। ১২। গাড়ির হর্ন, মাইক, উচ্চস্বরে গান বাজানো--- ঘটায় ১৩। রাসায়নিক সার ---- ঘটায় ১৪।----মাটিতে পচে না। ১৫। দূষিত পানি পান করলে--- হবে। ১৬। বিভিন্ন শব্দ মানুষের ---ও -------সমস্যার সৃষ্টি হয়। ১৭। যানবাহনের হর্ন--- অন্যতম কারণ। ১৮। বাড়তি মানুষের প্রয়োজনে কাটা হচ্ছে-----। ১৯।-----গড়ে উঠছে অস্বাস্থ্যকর বস্তি। ২০।-------সংরক্ষণসহ পরিবেশে সংরক্ষণ প্রয়োজন। ২১। বনজঙ্গল ধ্বংস করলে উদ্ভিদ ও প্রাণী--- যাচ্ছে। ২২। ------মানসিক সমস্যার সৃষ্টি হয়। ২৩। নদী-নালা--- করলে পরিবেশ দূষিত হয়। ২৪। --- কারণে মানুষের কানের ক্ষতি হয়। ২৫। যেখানে সেখানে --- বাড়িঘর, কলকারখানা তৈরি করা যাবে না। ২৬। পরিবেশ সংরক্ষণে সবাইকে --- করে তুলতে হবে। ২৭। বিনা প্রয়োজনে---- বাজাচ্ছে। ২৮। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে --- প্রয়োগ করা হচ্ছে। ২৯। দূষিত পানি ব্যবহারের ফলে ----- ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৩০। ঘনবসতি এলাকায় আর্বজনা ও মলমূত্র নিষ্কাশনের ভাল ব্যবস্থা না থাকায়-----হয়। শূন্যস্থান পূরণ উত্তর : ১। বেঁচে ২। জনসংখ্যা ৩। অপরিকল্পিভাবে, ভাটার, ইট, বায়ু ৪। স্বাস্থ্যের ৫। কাঁচা পায়খানা ৬। আবর্জনা ৭। দূষিত পানি ৮। শব্দদূষণের ৯। রাসায়নিক সার ১০। প্লাস্টিক ১১। লোডশেডিং ১২। শব্দ দূষণ ১৩। মাটি দূষণ ১৪। পলিথিন ১৫। ডায়রিয়া ১৬। মানসিক শারীরিক ১৭। শব্দ দূষণের ১৮। বনজঙ্গল ১৯। শহর অঞ্চলে ২০। বনজঙ্গল ২১। হারিয়ে ২২। শব্দদূষণে ২৩। ভরাট ২৪। শব্দের ২৫। অপরিকল্পিভাবে ২৬। সচেতন ২৭। গাড়ির হর্ন ২৮। রাসায়নিক সার ২৯। জলজপ্রাণীও ৩০। বায়ুদূষিত।
×