ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যানচেস্টার ডার্বি, ম্যানইউ-সিটি মর্যাদার লড়াই

প্রকাশিত: ০৪:০৮, ২ নভেম্বর ২০১৪

ম্যানচেস্টার ডার্বি, ম্যানইউ-সিটি মর্যাদার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ডার্বি আজ। ইত্তিহাদ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানাবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। লীগের প্রথম ৯ ম্যাচে জয় মাত্র পাঁচটিতে। আর সমান দুটি করে ম্যাচে জয় ও পরাজয়ের স্বাদ পাওয়ার কারণে ১৭ পয়েন্ট নিয়ে চেলসি ও সাউদাম্পটনের পেছনে অবস্থান তাদের। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সুখবর হলো সর্বশেষ তিন ম্যাচের সবটিতেই হেরেছে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সিএসকেএ মস্কোর বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছে সিটি। এছাড়া লীগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে পরাজয়ের পর শীর্ষে থাকা চেলসির কাছেও পয়েন্ট হারিয়েছে তারা। এখানেই শেষ নয় সবশেষে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে তো লীগ কাপ থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে এসব নিয়ে চিন্তিত নয় ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ গোলরক্ষক জো হার্ট। তার মতে, গত মৌসুমের শুরুতে তেমন ভাল অবস্থানে না থাকলেও শেষ পর্যন্ত শিরোপা নিজেদের শোকেসেই তুলেছে সিটি। যে কারণে এবারও দারুণ আশাবাদী এই ইংলিশ গোলরক্ষক। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আসলে কোন দলই ঠিক তাদের সেরা অবস্থানে নেই। তবে আমাদের প্রয়োজন কিছু খেলোয়াড়কে দলে সংযোজন করা। যে তালিকায় রয়েছি আমি নিজেও। আর তাতেই আমাদের অবস্থান আরও ভাল হবে। গত মৌসুমে আমাদের পয়েন্ট কম ছিল। এমনকি শুরুতে এর চেয়েও আরও বাজে অবস্থানে ছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছি। এটা ভেবেই আমাদের কাজ করা উচিত। কিন্তু এখন আমাদের দৃষ্টি শুধু রবিববারের ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের দিকে।’ সিটি লীগ টেবিলের তিনে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান অষ্টম। ৯ ম্যাচ খেলে জয় মাত্র তিনটিতে। চার ম্যাচে ড্র আর বাকি ২ ম্যাচে পরাজয় দেখেছে লুইস ভ্যান গালের শিষ্যরা। তাই প্রতিপক্ষের মাঠে আজ জয়ের বিকল্প দেখছে না প্রিমিয়ার লীগের ইতিহাসের সফল এই ক্লাবটি। ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ হলো এই ম্যাচে খেলতে পারছেন না ডেভিড সিলভা। শুধু তই নয় হাঁটুর ইনজুরির কারণে এ মাসের পুরোটা সময়ই মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সুসংবাদ হলো নিষেধাজ্ঞা কাটিয়ে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে অধিনায়ক ওয়েইন রুনিকে আজ স্বাগত জানানোর অপেক্ষায় আছে এখন ম্যানচেস্টার ইউনাইটেড। আশা করা হচ্ছে এই ম্যাচেও তারকা এই স্ট্রাইকার নিজের গোলের রেকর্ডকে আরও সমৃদ্ধ করবেন। গত মাসে লাল কার্ড পাওয়ায় তিন ম্যাচ মাঠে বাইরে ছিলেন রনি। অনুশীলনে সময় পায়ে হালকা আঘাত পেলেও ধারণা করা হচ্ছে, তার থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারবেন রেড ডেভিলদের এই ইংলিশ স্ট্রাইকার। ইউনাইটেডের হয়ে ম্যানচেস্টার ডার্বিতে তাঁর গোলসংখ্যা ২২ ম্যাচে ১১। যা সর্বকালের সেরা রেকর্ড। গত সপ্তাহে লীগ টেবিলের শীর্ষে থাকা চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে লুইস ভ্যান গালের দল এখন কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে। রবিন ভ্যান পার্সির অসাধারণ এক গোলে ইউনাইটেড ড্র করে কোন রকমে ম্যাচটি বাঁচায়। রুনির ফিরে আসা নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউনাইটেড ডিফেন্ডার লুক শ ব্রিটিশ গণমাধ্যমে বলেছেন, তাঁকে দলে ফিরে পাওয়াটা আমাদের জন্য দারুণ এক উদ্দীপনা। আমি মনে করি এটা এমন একটি ম্যাচ যার দিকে সবাই তাকিয়ে আছে। আর এই ম্যাচটিতে বদলি বেঞ্চে বসে কাটানো রুনি মোটেই পছন্দ করতেন না। ডেভিড মোয়েসের অধীনে গত মৌসুমে বাজে পারফর্মেন্সের পর ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নরা এবারের মৌসুমেও ঘরের বাইরে নিজেদের ফিরে পায়নি। গত ১৮ বছরে এটা তাদের সবচেয়ে বাজে রেকর্ড। ভ্যান গাল এবং তার নতুন দলের অনেকেরই ম্যানচেস্টার ডার্বির অভিজ্ঞতা এবারই প্রথম। কিন্তু সাউদাম্পটন থেকে এবারের গ্রীষ্ম ট্রান্সফারে ইউনাইটেডে আসা লুক শ ঠিকই ম্যাচের আবহ বেশ ভালই অনুধাবন করতে পারছেন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘এটা অবশ্য বুঝতে পারছি এই ম্যাচ ভক্ত এবং ক্লাবের কাছে কতটা গুরত্বপূর্ণ। আমার মনে হয় না এ সম্পর্কে আমার নতুন করে কিছু বলার আছে। সকলেই এ সম্পর্কে জানে। এখানে যারাই জড়িত তাদের কাছে এটি একটি বিরাট আনুষ্ঠানিকতা। পারফর্মেন্স দিয়েই আমাদের এর আবহ প্রমাণ করতে হবে।’ জোশে মরিনহোর চেলসির থেকে ১০ পয়েন্ট পেছনে থেকে ইউনাইটেড ১৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে গত সপ্তাহে ইনফর্ম ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোল পরাজিত হয়ে সিটি ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। যদিও ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি চ্যাম্পিয়নদের ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন। তিনি বলেছেন গত বছরও লীগে এই সময়ে সিটির অবস্থান এরকমই ছিল। এছাড়া রুনির ফিরে আসা নিয়েও তিনি বিচলিত নন। এ বিষয়ে পেলেগ্রিনি বলেন, ‘আমি মনে করি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য রুনি খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমি বিশ্বাস করি বড় দল কখনই কোন একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। তাই প্রতিপক্ষের কোন খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নয়।’
×