ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে একই কাজের দ্বিতীয় দফা টেন্ডার!

প্রকাশিত: ০৬:৪০, ২৯ অক্টোবর ২০১৪

বাউফলে একই কাজের দ্বিতীয় দফা টেন্ডার!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ অক্টোবর ॥ বাউফলে প্রায় কোটি টাকা ব্যয়ে একটি আরসিসি ব্রিজের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ শেষ না করেই সিংহভাগ টাকা লুটপাট করা হয়েছে। আবার সেই ব্রিজের দ্বিতীয় দফায় এ্যাপ্রোচ সড়ক নির্মাণের নামে ৩১ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। ব্রিজটির দুই পাশে এ্যাপ্রোচ সড়ক (কার্পেটিংসহ) নির্মাণের জন্য প্রায় ৯৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। ওই সময় ব্রিজটির পূর্ব পাশের মাত্র ২০ মিটার বালু ভড়াট করে এ্যাপ্রোচ সড়ক (কার্পেটিং ছাড়া) নির্মাণ করা হলেও ব্রিজটির পশ্চিম পাশে ২০০ মিটার এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। কেবল ব্রিজের দুই পাশের ঢালে বালু ধরে রাখার জন্য পাথর দিয়ে ব্লক তৈরি করে ফেলা হয়েছে। ওই অবস্থায় ব্রিজটি বর্তমানে পরে আছে। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, এ্যাপ্রোচ সড়ক নির্মাণের সব টাকা তুলে নেয়া হয়েছে। অথচ এক-তৃতীয়াংশ কাজ করা হয়নি। সেখানে আবার নতুন করে এ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য ৩১ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে বাউফল উপজেলা ইঞ্জিনিয়ার শাহজাহান ফরাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ব্রিজের দ্বিতীয় দফায় এ্যাপ্রোচ সড়ক নির্মাণের জন্য টেন্ডার আহ্বানের কথা স্বীকার করেন। তবে এর আগে ব্রিজের এ্যাপ্রোচ সড়ক নির্মাণ নিয়ে কি হয়েছে এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
×