ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীদের উদ্যোগে সিলেট কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু

প্রকাশিত: ০৬:২৩, ২৯ অক্টোবর ২০১৪

ব্যবসায়ীদের উদ্যোগে সিলেট কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সড়ক সংস্কারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসেছেন। তাদের এই উদ্যোগ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সিলেট কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল-লালবাগ আড়াই কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। ধুপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতি ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার কাজ শুরু করেছে। সোমবার সকাল থেকে রাস্তা সংস্কারের এ কাজ শুরু হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ রাস্তা পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্কার কাজের উদ্বোধনকালে চেয়ারম্যান আশফাক আহমদ বৃহত্তর ধোপাগুলের ব্যবসায়ী ও পাথর মালিক সমিতির নেতৃবৃন্দের রাস্তা সংস্কারের উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এভাবে সবাই সরকারকে সহযোগিতা করলে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। দেশের উন্নয়নে অবদান রাখার জন্য ধোপাগুলের পাথর মালিক সমিতির এ মহতি উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় উপস্থিত ব্যবসায়ী, এলাকাবাসী ও পাথর ব্যবসায়ী মালিক সমিতির প্রশংসা করে সড়ক ও জনপথ সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সুবিধার্তে রাস্তা সংস্কার কাজে আমরা গাড়ি দিয়ে সহযোগিতা করেছি।
×