ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দাড়ি-গোঁফের বাহার

প্রকাশিত: ০৬:২২, ২৯ অক্টোবর ২০১৪

দাড়ি-গোঁফের বাহার

তিন শতাধিক পুরুষ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব দাড়ি-গোঁফ প্রতিযোগিতা। যে সব পুরুষ দাড়ি-গোঁফ রাখেন না, তাদের লজ্জা দিতেই ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বিশ্ব দাড়ি ও গোঁফ চ্যাম্পিয়নশিপ’ নামের ওই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে চলতি সপ্তাহে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছয়জন বিচারকের সামনে ১৮ প্রকার দাড়ি-গোঁফ প্রদর্শন করেন প্রতিযোগীরা। বিচিত্র প্রতিযোগীরা নয়টি ভিন্ন দেশ, ভার্জিনিয়া দ্বীপ ও যুক্তরাষ্ট্রের ২৯টি রাজ্য থেকে অংশ নেন। এই ১৮ প্রকার দাড়ি-গোঁফের মধ্যে স্বাভাবিক, ইংলিশ, দালি, অভিজাত, হাঙ্গেরিয়ান ও ফ্রিস্টাইল ধরনের গোঁফ এবং গ্যানডালফ, সন্নাসী ও কৃষকের দাড়িধারী প্রতিযোগীরা ছিলেন। কিন্তু ফুলের মতো ঘন দাড়ির অধিকারী ম্যাডিসন রাউলি অবশেষে পুরস্কারটি ছিনিয়ে নেন। Ñ ইয়াহু নিউজ অনলাইন
×