
ছবিঃ টঙ্গীতে ছাত্রদলের হুশিয়ারীঃ আর কোনোদিন ছাত্রলীগকে রাস্তায় নামতে দেয়া হবে না
আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে শনিবার গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মিছিল করার প্রতিবাদে রবিবার (২০ জুলাই) টঙ্গী ছাত্রদল সমাবেশ বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউন করেছে। ছাত্রদল হুশিয়ারী দিয় বলেছে, আর কোনোদিন নিষিদ্ধ ছাত্রলীগকে টঙ্গীর রাস্তায় নামতে দেয়া হবে না।
রবিবার (২০ জুলাই) বিকালে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এতে থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
বাইক শোডাউনের সময় নেতাকর্মীরা টঙ্গীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্রলীগ বিরোধী স্লোগান দেয়। এ সময় “আওয়ামী লীগের চামড়া তুলে নিব আমরা”, “একশন একশন ডাইরেক্ট একশান”, “ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন”। এমন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে।
ছাত্রদল নেতাদের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও ছাত্রলীগ গভীর রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মিছিল করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। এর প্রতিবাদে ছাত্রদল শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এই কর্মসূচি পালন করেছে।
এ সময় বক্তৃতায় ছাত্রদল নেতালো রিফাত রশিদ বলেন, “আওয়ামী লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে টঙ্গী পূর্ব থানা ছাত্রদল তাদের কঠোর হস্তে তা দমন করবে। টঙ্গীর মাটিতে নিষিদ্ধ সংগঠনকে এক বিন্দুও ছাড় দেয়া হবে না। আর কোনোদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে টঙ্গীর রাজপথে নামতে দেয়া হবে না।"
আসিফ