ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সমাবেশ শেষে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

প্রকাশিত: ২২:২৬, ২০ জুলাই ২০২৫

সমাবেশ শেষে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছে জামায়াত

জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিচ্ছে দলটির কর্মীরা। রোববার দুপুর থেকে বিভিন্ন সড়ক থেকে প্রচারে ব্যবহৃত এসব সামগ্রী খুলে ফেলতে দেখা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন বলেন, জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে দুপুর থেকে শহরের যেসব স্থানে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল সেগুলো দলীয় নেতাকর্মীরা সরিয়ে নিয়েছেন।

নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাঢ়া, চিটাগাং রোড হাইওয়ে সড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তায় থাকা আমাদের সমস্ত ব্যানার-ফেস্টুন খুলে নেয়।

মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার বলেন, ‘আমাদের সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। তাই এখন আর এসব বিলবোর্ড, ফেস্টুন-ব্যানারের প্রয়োজন নেই। শহরকে সুন্দর রাখার স্বার্থে আমাদের নেতাকর্মীরা নিজ উদ্যোগে এসব সরিয়ে নিয়েছেন।

আফরোজা

×