
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রোববার (২০ জুলাই) রাঙামাটি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। “আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে—জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার” — এই প্রতিশ্রুতি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বান্দরবান নিয়ে পূর্বে দেওয়া মন্তব্যের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।
এর আগে বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্র নেতা আসিফ ইকবাল বলেন, “সারজিস আলম প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার উপস্থিতি এবং এনসিপির কার্যক্রম অবাঞ্চিত ঘোষণা করা হলো।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের ছাত্র সমাজের প্রতিনিধিরা—আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, জুবায়ের হোসেন, রাশেদুল ইসলাম, হাসান আল বান্না, জয়নাল আবেদীন ও তারেকুল ইসলাম।
এই প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যেই সারজিস আলম তার ফেসবুক পোস্টে লিখেন: “বান্দরবান নিয়ে কিছুদিন আগে দেওয়া এক বক্তব্যে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ ব্যবহার হয়েছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
উল্লেখ্য, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’র একটি পথসভায় সারজিস আলম বান্দরবানকে "শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা" বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যে বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
আসিফ