ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

মুজিববাদী সংবিধান চাই না, সকলে মিলে আমরা নতুন সংবিধান তৈরি করব

নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি

প্রকাশিত: ২১:২৯, ২০ জুলাই ২০২৫

মুজিববাদী সংবিধান চাই না, সকলে মিলে আমরা নতুন সংবিধান তৈরি করব

ছবি: সংগৃহীত

রোববার (২০ জুলাই) রাঙামাটির বনরূপা চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র ২০তম দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা মুজিববাদী এই সংবিধান চাই না। এ সংবিধানে সকল জাতি ও গোষ্ঠীর অধিকার নেই। আমরা একটি নতুন সংবিধান চাই, যেখানে থাকবে সকল ধর্ম, বর্ণ, জাতিসত্তার সমান অধিকার।”

তিনি বলেন, “১৯৭২ সালের সংবিধানের বিরোধিতা করেছিলেন এমএন লারমা। সেই সূত্র ধরে আমরাও আজ নতুন এক ঐক্য চাই—যেখানে থাকবে না বিভেদ, থাকবে সম্মিলিত অধিকার। এটি হবে হিন্দু, মুসলিম, নারী, আলেম, পাহাড়ি-বাঙালির সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগ আমলে দলীয় বিভক্তি ও জাতিগত বৈষম্য বেড়েছে। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান ও পার্বত্য অঞ্চলের সৌন্দর্য ও সম্পদকে একসাথে রক্ষা করতে।”

“সকল জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও বঞ্চনার অবসান ঘটিয়ে, গণ-উত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়বো,” বলেন তিনি।

এনসিপির এ প্রথম রাঙামাটি সমাবেশে সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়কারী বিপিনজ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শরমিন, দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, এবং নেত্রী তাসলিম জরা ও রূপা তংচঙ্গা।

সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম। পুরো শহরজুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থাও। 

আসিফ

×