
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আজ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, আওয়ামী লীগের আর কোনো নাম-নিশানা নেই—এই প্রেক্ষাপট বিএনপি নেতাকর্মীরাই তৈরি করেছে।”
বৃহস্পতিবার (১৮ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা।
তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামের পথে বিএনপির প্রায় ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছেন” ।
সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, “অনেক টালবাহানা করেছেন, আর করবেন না। আমরা আশা করি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং নতুন সরকার গঠন করবে।”
তিনি আরও বলেন, “আপনারা যদি মনে করেন, বিএনপিকে আটকে রাখা যাবে, তাহলে সেটাই হবে আপনাদের সবচেয়ে বড় ভুল। শেখ হাসিনাও পারেননি। শত শত গুম, হাজার হাজার হত্যা ও লাখো মিথ্যা মামলা দিয়েও আমাদের থামানো যায়নি।”
জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন বলেন, “মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিন। জনগণ যাকে ভোট দেবে, সেই সরকারই গঠিত হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জনগণ এখন সম্পূর্ণভাবে বিএনপির পাশে রয়েছে।”
সানজানা