
ছবি: সংগৃহীত
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ২০তম দিন আজ পার্বত্য জেলা হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে সমাবেশ করেছে জুলাই অভ্যূত্থানের পর গঠিত দল জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।
আজ দুপুর বারোটা থেকে দুইটা শহরের প্রানকেন্দ্র বনরূপায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেই সমাবেশের কিছু ছবিসহ একটা পোস্ট শেয়ার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে। সেই পোস্টের ক্যাপশনে যা লেখা হয়েছে তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
"এনসিপি এমন রাষ্ট্রব্যবস্থা চায় যেখানে বহু জাতিগোষ্ঠী, ভাষা এবং সংস্কৃতির সম্মেলন থাকবে"
বিংশতম দিনে জুলাই পদযাত্রা এখন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। ভিন্ন ভিন্ন ধর্ম, ভাষা এবং জাতিগোষ্ঠীর রঙে রঙিন হয়ে আছে পথসভা এবং মিছিল। বৈচিত্র্যময় বাংলাদেশের এই চেতনাকে ধারণ করতে চান নাহিদ ইসলাম এবং বলতে চান, এই দেশ সবার।
শিহাব