ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে তিনজনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

প্রকাশিত: ১৪:৪৭, ২০ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০৪, ২০ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে তিনজনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় সমাবেশে যোগদান করতে গিয়ে তিনজন ভাইয়ের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০ জুলাই এক শোক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, এই শ্রদ্ধাভাজন তিনজন ভাই যে ত্যাগ ও দৃঢ় সংকল্প নিয়ে সমাবেশে অংশ নিতে রওনা হয়েছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি নিহত ভাইদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। 

আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। সেই সাথে নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপনা করছি। মহান রব নিহতদের পরিবার ও স্বজনদের ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। 

উল্লেখ্য, ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় আসার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ এবং পাবনা জেলার ঈশ্বর্দী উপজেলার মোস্তাফিজুর রহমান ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কয়েকজন নেতাকমী গুরুতরভাবে আহত হয়েছেন। 

অপরদিকে সমাবেশস্থলে উপস্থিত থাকাবস্থায় রংপুর জেলার শাহ আলম হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে ঢাকার কাকরাইলে সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শিহাব

আরো পড়ুন  

×