
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হয়ে পড়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ বিষয়ে ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, প্রধান উপদেষ্টা শুধু খোঁজ নিয়েই থেমে থাকেননি, বরং তাঁর প্রেস সচিবকে হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি বলেন, “এই সহমর্মিতা আমার কাছে অত্যন্ত মূল্যবান। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।”
জামায়াত আমির আরও দোয়া করে বলেন, “মহান আল্লাহ তাঁকে উত্তম জাযা দান করুন। আমীন।”
এম.কে.