ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আ. লীগ নেতা আবু সালেক এখন নাগরিক ঐক্যের সদস্য সচিব

মোঃ শাহজালাল শ্রাবণ, গংগাচড়া, রংপুর

প্রকাশিত: ০০:৪৮, ২০ জুলাই ২০২৫

আ. লীগ নেতা আবু সালেক এখন নাগরিক ঐক্যের সদস্য সচিব

রংপুরের গঙ্গাচড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আবু সালেক সরকার, যিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও পরিচিত। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চাঞ্চল্য। স্থানীয়ভাবে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।

শনিবার (১৯ জুলাই) সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ হলরুমে নাগরিক ঐক্য আয়োজিত এক কর্মী সমাবেশে তাকে নতুন দায়িত্বে মনোনীত করা হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক রহমত উল্ল্যাহ এবং প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক মহিউদ্দিন আজাদ মাহি, সদস্য নুর আলম ও মাজেদা বেগম। এ সময় বেতগাড়ী ইউনিয়নের আবু সালেক সরকারের নেতৃত্বে ২০ জন ব্যক্তি নাগরিক ঐক্যে যোগ দেন। পরবর্তীতে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন উপজেলা কমিটি বিলুপ্ত করে ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সাংবাদিক আব্দুল মজিদ মিয়া আহ্বায়ক এবং সদ্যযোগদানকারী আবু সালেক সরকার সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

আবু সালেক সরকারের এই মনোনয়ন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা কীভাবে ভিন্ন রাজনৈতিক আদর্শের সংগঠনে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন—তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে আবু সালেক সরকার বলেন, “আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই। ২০২৩ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয়।” তবে তার এই বক্তব্য স্থানীয় রাজনীতিতে তেমন গ্রহণযোগ্যতা পায়নি বলে জানা গেছে। গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে নবনির্বাচিত আহ্বায়ক সাংবাদিক আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সালেক সরকারের পদপ্রাপ্তিকে কেউ কেউ রাজনৈতিক চাতুর্য হিসেবে দেখলেও, অনেক বিশিষ্টজন মনে করছেন, এটি রাজনৈতিক আদর্শের সংকট ও গণতন্ত্র চর্চায় অনিশ্চয়তার প্রতিফলন।

আঁখি

×