
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। আর পালিয়ে গিয়ে ভারতে বসে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ফ্যাসিস্টকে আর কখনও বাংলার মাটিতে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।
শনিবার (১৯ জুলাই) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, শাপলা চত্বর, পিলখানা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। খেলাফত আন্দোলনের মাধ্যমে আমরা দেশে নতুন গণজাগরণ সৃষ্টি করতে চাই।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, এই সরকার পশ্চিমা শক্তির দোসরদের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার নীলনকশা করছে। দেশের তাওহিদী জনতা তা কোনোভাবেই বরদাশত করবে না।
বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাহমুদ আল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ প্রমুখ।
ইমরান