
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি লিখেছেন, “জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের আশু শারীরিক সুস্থতা কামনা করি।”
প্রসঙ্গত, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য প্রদানকালে জামায়াত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমাবেশের শেষদিকে ডায়াসে উঠে কিছুক্ষণ বক্তব্য রাখার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে জড়িয়ে ধরেন এবং সাহায্য করেন। অল্প সময়ের মধ্যেই তিনি পুনরায় উঠে দাঁড়ান এবং মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন।
ছামিয়া