
প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কামাল জামান মোল্লা বলেন, ‘যে নেতার জন্ম না হলে এ দেশে স্বাধীনতা ঘোষণা হতো না। এই জিয়াউর রহমান ও তার সন্তান কে নিয়ে কটুক্তি করে তা কোনভাবে মেনে নেওয়া যায় না। যেই তারেক রহমান আঠারো বছর নেতৃত্ব দিয়ে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে, সেই তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে। এর জন্য বিএনপির সকল নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানাচ্ছি। ছাএরা যখন কোটা আন্দোলনে নামলো তখন বিএনপি আন্দোলনে নেমে সেই আন্দোলনে জোয়ারে আমরা দলীয় নেতাকর্মী, সাধারণ জনগন, কৃষক শ্রমিক মিলে স্বৈরশাসক হাসিনাকে গদি থেকে নামিয়ে ফেললাম, এ এক গণঅভ্যুত্থান। বাংলাদেশের লোক জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে, বাংলাদেশের ৭০% লোক বিএনপিকে বিশ্বাস করে।’
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাশবিক হত্যাকান্ডের শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও দলটির সহযোগী সংগঠন। শনিবার (১৯ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌর বাস টার্মিনাল থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে পরে আবার পৌর বাস টার্মিনাল এসে শুরু হয় সমাবেশ। কামাল জামান মোল্লা আরও বলেন, ‘ছাএরা বলে তারা নাকি শেখ হাসিনাকে বিদায় করেছে। তোমরা(ছাএরা) ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে এই আন্দোলন প্রত্যাহার করেছিলে। আর আমরা আঠারোটি বছর রাজপথে থেকেছি, জেল খেটেছি, আমাদেরকে বেঁধে ঝুলাইয়া ঝুলাইয়া মারছে, আমাদেরকে বাইন্দা বাইন্দা মারছে তবুও আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথে ছিলাম, আমরা একদিনের জন্য আন্দোলন বন্ধ করি নাই। আমাদের আন্দোলন ছিলো গণতন্ত্রের আন্দোলন,আমাদের আন্দোলন ছিলো ভোটের আন্দোলন। এই আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। শেখ হাসিনা চলে গেছে তবে এখনও বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয় নি। সেদিনই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে যেদিন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করে মানুষের সকল সমস্যা সমাধান করবে, আর তখনই এ দেশ স্বাধীন হবে। কিন্তু এখনো নির্বাচন হয়নি আপনি প্রফেসর (ড.মুহাম্মদ ইউনুস) সাহেব নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছেন।আপনি একবার বলেন নির্বাচন ডিসেম্বরে আবার বলেন ফেব্রুয়ারিতে আবার বলেন এপ্রিলে, আপনার সমস্যা কোথায়? আপনার উদ্দেশ্য কি স্পষ্ট করুন? আপনি মনে রাখবেন বাংলার মানুষ খেলা দেখে আবার তারা রক্ত দিতেও জানে। আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে ওয়াদা দিয়ে আসছেন আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন।
আপনি নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে কাজগুলো করেছে আপনিও সে কাজগুলো করছেন। আমরা আপনাকে সন্মান সহিত বলতে চাই ঐ ফেব্রুয়ারি যেন নির্বাচনের তারিখ হিসেবে ঠিক থাকে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিন ঠিক করুন। বর্তমানে এই প্রফেসর সাহেবের উস্কানিতে কিছু ছাএ নতুন একটি দল করেছে। আবার এই দলের কাজ হলো ভাগাভাগি করা, বানিজ্য করা, প্রতিটি অফিসে তাদের এজেন্ট বসাইয়া রাখছে।তারা বসে বসে মাল কামাচ্ছে তাদের আবার নির্বাচন দিয়ে কি দরকার? তাই এদেশের মানুষ অতি তাড়াতাড়ি নির্বাচন চায়।’
এসময় প্রধান অতিথির সাথে শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান মোল্লা সাজু,তাজউদ্দিন মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম,মজিবর রহমান শিশু সরদার, বি এম সাইদুজ্জামান জামাল,মো.জসিম মৃধা, মো.মোস্তফা মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.মাহবুব মাদবর, বিএনপি নেতা জাকির হোসেন গোমস্তা,সবুর গোমস্তা, জেলা শিক্ষক ও কর্মচারী জোটের সভাপতি আবুবকর সিদ্দীক গোমস্তা, কাজী খোকন, জাহাঙ্গীর সরদার ও শাহীন গোমস্তাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজু