
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে কক্সবাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপির ঈদগাঁও ও চকরিয়া অঞ্চলের মঞ্চ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
স্থানীয়দের অভিযোগ, এনসিপির নেতা নাসীরউদ্দীন পাটওয়ারী এক জনসভায় সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন। এতে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ এবং তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়ে তারা।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “কক্সবাজারে একটি দলের কর্মসূচীতে আমাকে গালিগালাজ করা হয়েছে। এটি নিয়ে মানেুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং তারা প্রতিরোধ করতে চেয়েছে। এটা কিভাবে সামলাই? তবে আমার এলাকা অতিক্রমের সময় যাতে কোনো ঝামেলা না হয়, সে ব্যবস্থা নিয়েছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন উত্তেজিত জনতাকে শান্ত রাখতে কাজ করছে বলে জানা গেছে।
আফরোজা