
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গিয়ে তিনি ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমান এবং সেখানে উপস্থিত চিকিৎসক ও জামায়াতের নেতাদের সঙ্গেও কথা বলেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান।
জামায়াতের আমিরের পাশে বসে তাঁর সঙ্গে কথা বলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আপনার অসুস্থতার খবর শুনে ‘অরিড’ হন। তিনি আমাকে ফোন করে আপনার খোঁজখবর নিতে বলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমি বলেছি বাংলাদেশের এই ক্রিটিক্যাল রাজনৈতিক পরিস্থিতিতে আপনার সুস্থ থাকা প্রয়োজন।
উল্লেখ্য, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৫টার পর বক্তব্য শুরু করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ৫টা ২০ মিনিটের দিকে প্রথমবার অসুস্থ হলে নিচে পড়ে যান তিনি। এর কিছুক্ষণ পর মঞ্চের অন্য নেতাদের সহযোগিতায় তিনি উঠে দাঁড়ান। এ সময় নেতারা তাকে ধরে রাখেন, তার মাথায় বাতাস করেন কেউ কেউ। ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করেন তিনি। ১ মিনিট বক্তব্য রাখার পর তিনি ফের অসুস্থ বোধ করলে ক্ষণিকের জন্য বক্তব্য বন্ধ করেন। এরপর ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং তাকে পড়ে যেতে দেখা যায়। এ সময় অন্য নেতারা চারপাশ থেকে তাকে ধরে বসিয়ে দেন। বসা অবস্থাতেই বক্তব্য চালিয়ে যান জামায়াতের আমির।
এ সময় ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না। আল্লাহ যাতে তাকে শহীদি মৃত্যু দেন সেই কামনা করেন তিনি। বক্তব্য শেষ হওয়ার পর দলের নেতারা তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আফরোজা