ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াত আমীরের সুস্থতায় দোয়া চাইলেন এনসিপি নেতা সারজিস আলম

প্রকাশিত: ১৯:২৭, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩১, ১৯ জুলাই ২০২৫

জামায়াত আমীরের সুস্থতায় দোয়া চাইলেন এনসিপি নেতা সারজিস আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমীর ডা. শফিকুর রহমান। ঘটনাটি ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে।

বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি প্রথমবার ঢলে পড়েন মঞ্চে। সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন ও সামলে নেন। কিছুটা বিরতির পর তিনি পুনরায় উঠে বক্তব্য শুরু করেন। কিন্তু বেশি সময় যেতে না যেতেই দ্বিতীয়বারের মতো আবারও পড়ে যান তিনি।

পরে স্বাস্থ্যের কারণে আর দাঁড়িয়ে না থেকে মঞ্চেই বসে বসে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় নেতাকর্মীদের মাঝে চাপা উৎকণ্ঠা লক্ষ্য করা যায়।

ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা করেন বিভিন্ন নেতাকর্মীরা । বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আল্লাহ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।’

ডা. শফিকুর রহমানের এই শারীরিক অসুস্থতা দলীয় মহল ও সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

আফরোজা

আরো পড়ুন  

×