ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সোহেল তাজ পলিটিক্যাল না: রনি

প্রকাশিত: ১৮:০৪, ১৯ জুলাই ২০২৫

সোহেল তাজ পলিটিক্যাল না: রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, সোহেল তাজ একজন ভালো মানুষ, বন্ধুবৎসল, কিন্তু রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক দক্ষতা বা মানসিকতা তাঁর মধ্যে নেই।

তিনি বলেন, “সোহেল তাজ তো আমার সহকর্মী ছিল, বন্ধু-মানুষ। হি ইজ নাইস ম্যান, ফ্রেন্ডলি সবকিছু আছে, কিন্তু পলিটিক্যাল না।”

তিনি আরও বলেন, “একটা রাজনৈতিক দল রিভাইভ করার জন্য পলিটিক্যাল লিডারশিপ কোয়ালিটি থাকতে হয়। সেটা উত্তরাধিকার সূত্রে হয় না, নিজস্ব যোগ্যতা লাগে। আর এই জায়গাতে ফুয়াদের (এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ) সে যোগ্যতা আছে।”

রনি দাবি করেন, “সোহেল তাজ কে নিয়ে এই আলোচনাই ফুয়াদের একটা সময়, অর্থ ও শক্তির অপচয়—ওয়েস্টেজ অব টাইম, মানি অ্যান্ড এনার্জি।”

আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, “আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারির নেতারা সবাই পলাতক। তারা সবাই কলকাতায় বা দেশের বাইরে, অপেক্ষায় আছেন কেউ যেন গ্রিন সিগন্যাল দেয়।”

তিনি বলেন, “যদি ড. মুহাম্মদ ইউনুস নিজে ফোন করে বলেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, সেনাবাহিনীর রেজিমেন্ট থাকবে, আপনি দেশে আসেন, তারা নমিনেশন সাবমিট করে নির্বাচনী এলাকায় যাবে - এখন পর্যন্ত আমি এই সাহস কারও মাঝে দেখিনি।”

ওবায়দুল কাদেরের প্রসঙ্গ টেনে রনি বলেন, “তাকে যদি বলা হয় আপনি নোয়াখালীতে একটা ভাষণ দিয়ে আবার কলকাতা চলে যাবেন, তাহলে কলকাতায় গিয়ে তিনি গড়াগড়ি করে কান্নাকাটি করবেন, সুন্নতে খতনার মতো অবস্থা হবে।”

তবে তিনি মনে করেন, আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে না। বরং আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে নতুন নেতৃত্ব গড়ে উঠবে এবং অনেক নতুন মুখ সামনে আসবে, যাদের আমরা আগে চিনতাম না কিংবা গুরুত্ব দিতাম না। তিনি বলেন, “সময়ের বিবর্তনে তারাই সামনে চলে আসবে।” 

সানজানা

×