ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

প্রকাশিত: ১৭:২৬, ১৯ জুলাই ২০২৫

জামায়াতের নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের

ছবি: সংগৃহীত

রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার মনে করেন, এখন জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের উপযুক্ত সময়। শনিবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের নাম পরিবর্তনের উপযুক্ত সময় এখন। কারণ একাত্তরের মুক্তিযুদ্ধকে বারবার অপমান করে গেলে, তার ফল হিসেবে শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করা হবে।"

 

 

ফরহাদ মজহার আরও বলেন, "জামায়াতের রাজনৈতিক অবস্থান বাংলাদেশের রাষ্ট্রগঠনের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে তারা 'ডেমোক্রেটিক ইসলামিক আইডিয়াল' নাম দিয়েছিল, পরে আবার ফিরে গেছে ‘জামায়াতে ইসলাম’ নামটিতে। এটা কি বাংলাদেশের মানুষকে অপমান করার কৌশল, এমন প্রশ্নও ওঠে।"

আলোচনার এক পর্যায়ে তিনি আরও বলেন, "এই অভ্যুত্থানের (জুলাই গণঅভ্যুত্থান) পর আমাদের প্রধান কাজ হবে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। সংবিধান নয়, বরং একটি নতুন রাষ্ট্রের নৈতিক ভিত্তি রচনা জরুরি। যারা এর বিরোধিতা করছে, তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে টিকিয়ে রাখতে চায়।"

 

 

মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

ছামিয়া

×