
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিআর বোঝে আর কে পিআর বোঝে না, এজন্য সংস্কার আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি, জুলাই সনদ আমরা আদায় করবোই।
শহীদের নামে শ্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ বলেন, ‘মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। আর কোনো গডফাদারের উত্থান হতে দেওয়া যাবে না।’
শনিবার (১৯ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন বক্তব্য দেন।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির ১৯তম দিনের এ কর্মসূচি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১টার দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শুরু হয় জুলাই পদযাত্রা।
পদযাত্রাটি কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়। এনসিপির এই পদযাত্রাকে ঘিরে জেলার এনসিপি নেতৃবৃন্দের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং কক্সবাজারকে ব্যাপক নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়।
কক্সবাজারের জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে রামু, ঈদগাঁও ও চকরিয়ায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাকিব