
"কে পিআর বুঝে আর কে বোঝে না, তা দেখে সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি—জনগণ সংস্কার চায়।"—এভাবেই কক্সবাজারের জনসভা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৯ জুলাই, শনিবার, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে এনসিপির চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার ও বান্দরবানে আয়োজিত জনসভায় এ বক্তব্য দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “সংস্কার আটকে থাকবে না এই প্রশ্নে যে, কে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বুঝে আর কে বোঝে না। কারণ জনগণ সংস্কার বোঝে এবং সংস্কার চায়। তাই উচ্চকক্ষে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ হবে নিরপেক্ষ, সাংবিধানিক কমিটির মাধ্যমে। এই দুটি সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত হলেই ‘জুলাই সনদ’ কার্যকর হয়ে যায়।”
নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এটি কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, কারও বিপক্ষেও নয়—এটি বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। তাই দলীয় সংলাপ নয়, দরকার জাতীয় ঐক্য।”
সভা থেকে তিনি ঘোষণা দেন, “তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। সেদিন কেমন কক্সবাজার চাই, কেমন বাংলাদেশ চাই, সেই রূপরেখা আমরা দেবো। আর জুলাই ঘোষণাপত্র ও সনদ অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।”
এনসিপির এই কর্মসূচিকে সামনে রেখে কক্সবাজার ও আশপাশের এলাকায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সংগঠিত উপস্থিতি লক্ষ করা গেছে।
সানজানা