ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

জামায়াতের ঐতিহাসিক সমাবেশে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা

সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৩:০৪, ১৯ জুলাই ২০২৫

জামায়াতের ঐতিহাসিক সমাবেশে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা

ছবি: জনকণ্ঠ

ইতিহাস এই প্রথম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। শনিবার ভোরেই কানায় কানায় পূর্ন হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিততে। সকাল ১০ টায় সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় সমাবেশ স্থলে। 
শনিবার সকাল পৌনে ১০টার দিকে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। 

সাধারণত বড় সমাবেশ হলে রাজধানীতে ভয়াবহ যানজট তৈরি হলেও জামায়াতের এই সর্ববৃহৎ সমাবেশে স্বাভাবিক রাখার চেষ্টা চলছে যানচলাচল। 

বেলা সাড়ে ১২টা পর্যন্ত সংবাদ লেখা পর্যন্ত দেখা যায় রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত একদিকে মিছিল যাচ্ছে তার পাশ দিয়েই জায়গা করে দেওয়া হয়েছে ব্যাক্তিগত পরিবহন চলাচলের জন্য। অপরদিকে গণপরিবহনের জন্য বিভিন্ন বিকল্প রাস্তায় যানচলাচল করায় কিছুটা যানজট থাকলে গন্তব্য পৌঁছাতে পাড়ছে সাধারণ মানুষ। 


জানা গেছে, এইমুহুর্তে সমাবেশস্থলে মিছিল নিয়ে যোগ দেওয়া নেতার্মীদের বেশিরভাগই ঢাকা ও আশপাশের এলাকা থেকে আসা। বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মহানগরী উত্তরের গুলশান জোনের একটি মিছিলের সঙ্গে সমাবেশ স্থলে যান মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। মিছিলের আগে তিনি সেখানে নেতাকর্মীদের উৎসাহমূলক বক্তব্যও দেন।

একইভাবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দিয়েও একের পর এক মিছিল যেতে দেখা যাচ্ছে। যদিও এসব নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার সুযোগ পাচ্ছেন না। কারণ সেখানে আগেই পরিপূর্ণ হয়ে গেছে। নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন।

নেতাকর্মীরা বলছে জামায়াতের এই সমাবেশ ইতিহাস গড়ার সমাবেশ। অতীতে ও হয়নি ভবিষ্যতেও এমন সমাবেশ বাংলাদেশে হবে কিনা তা বলা যায় না।

যে জামায়াতের ৭ দফা দাবিগুলো হলো:
১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার
২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ
৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ

সাব্বির

×